প্রকাশ্যে এল ডুরান্ড কাপের গ্রুপ বিন্যাস, একই গ্রুপে ইস্ট-মোহন

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে ডুরান্ড কাপ। আর এদিন প্রকাশ্যে এল ডুরান্ড কাপের গ্রুপ বিন্যাস। একই গ্রুপে গত বারের চ্যাম্পিয়ন মোহনবাগান এবং রানার্স ইস্টবেঙ্গল। মোট ছ’টি গ্রুপ হয়েছে এবার। ফাইনাল হবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে।

ডুরান্ড কাপে এবার অংশ নেবেন ৪টি দল। এদের মধ্যে ইন্ডিয়ান সুপার লিগ, আইলিগ, সেনা বাহিনীর আমন্ত্রিত দলগুলি ছাড়াও গতবারেও খেলে যাওয়া একাধিক আন্তর্জাতিক দল, যেমন নেপালের ত্রিভুবন আর্মি এফসি এবং বাংলাদেশের আর্মি ফুটবল টিম অংশ নেবে। এবছর কোকরাঝাড় এবং কলকাতা সহ আয়োজক শহর হিসেবে যোগ দিচ্ছে জামশেদপুর এবং শিলংও। প্রত্যেকটি শহরে গ্রুপ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রধান ভেনু কলকাতায় তিনটি গ্রুপের খেলা হবে। জামশেদপুর, শিলং এবং কোকরাঝাড়ে একটি করে গ্রুপের ম্যাচ হবে।

টুর্নামেন্টটি রাউন্ড-রবিন লিগ এবং নকআউট ফর্ম্যাটে হবে। মোট ৪৩টি ম্যাচ খেলা হবে। প্রতিটি গ্রুপের সেরা দলগুলি, এবং দুই সেরা দ্বিতীয় স্থানাধিকারী দল নকআউট পর্বে উঠবে।

একনজরে ডুরান্ড কাপের গ্রুপবিন্যাস-

গ্রুপ এ – মোহনবাগান, ইস্টবেঙ্গল এফসি, ইন্ডিয়ান এয়ার ফোর্স, ডাউনটাউন হিরোজ এফসি

গ্রুপ বি – বেঙ্গালুরু এফসি, ইন্টার কাশী এফসি, ইন্ডিয়ান নেভি, মহমেডান স্পোর্টিং ক্লাব।

গ্রুপ সি – কেরালা ব্লাস্টার্স এফসি, মুম্বই সিটি এফসি, পাঞ্জাব এফসি, সিআইএসএফ প্রোটেক্টর্স এফটি।

গ্রুপ ডি – জামশেদপুর এফসি, চেন্নায়ান এফসি, ইন্ডিয়ান আর্মি এফটি, বাংলাদেশ আর্মি।

গ্রুপ ই- ওডিশা এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, বোড়োল্যান্ড এফসি, বিএসএফ

গ্রুপ এফ- এফসি গোয়া, হায়দরাবাদ এফসি, শিলং লাজং এফসি, ত্রিভুবন আর্মি এফসি।

আরও পড়ুন- পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নারাজ ভারত : সূত্র