ক্ষমতা পেয়েই প্রতিহিংসা চন্দ্রবাবুর! অন্ধ্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী খুনের চেষ্টার FIR-এ

জগন মোহনের নামে মূলত পুলিশ হেফাজতে মারধর, খুনের চেষ্টা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে

অন্ধ্রপ্রদেশের ক্ষমতায় এসেই চন্দ্রবাবু নাইডু সরকার পরাজিত ওয়াইএসআর কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির নামে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করল। মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারিত হওয়ার পরে বিরোধীদের তোলা দুর্নীতির অভিযোগে টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু জেলে কাটিয়েছেন অনেকদিন। এবার জেল থেকে বেরিয়েই তিনি সোজা রাজ্যের মুখ্যমন্ত্রী। আর সেই পদ পেয়েই সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহনের নামে খুনের চেষ্টার অভিযোগ তুলে তাঁকে জেলে ঢোকানোর পরিকল্পনা।

কেন্দ্রের বিজেপি সরকার গঠনে চাবিকাঠির ভূমিকা নিয়েছেন চন্দ্রবাবু নাইডু। বিজেপি মহলে তাঁর দর বাড়ার উদাহরণ অন্ধ্রপ্রদেশের জন্য কোটি কোটি টাকার প্যাকেজ ঘোষণা। এবার সেই বিজেপির হাত ধরেই প্রতিহিংসার পথে নাইডু সরকার। টিডিপির প্রাক্তন সাংসদ তথা উন্ডির টিডিপি বিধায়ক রঘুরাম কৃষ্ণম রাজুর অভিযোগ তাঁকে জেলে বন্দি অবস্থায় তাঁকে শারীরিক নিগ্রহ করা হয়। মারধর এমনকি তাঁর বুকের উপর বসে তাঁর শ্বাসরোধ করে মেরে ফেলারও চেষ্টা করা হয়েছিল।

এই অভিযোগ তিনি গুন্টুর থানায় দায়ের করেন পুলিশের প্রাক্তন ডিজি পিএসআর অঞ্জনেয়েলু, সিআইডি-র প্রাক্তন পুলিশ সুপার, গুন্টুরের সরকারি হাসপাতালের সুপার ডাঃ ডি প্রভাবতী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহনের নামে। অভিযোগ অনুসারেই এফআইআর দায়ের হয়, এবং তাতে নাম রয়েছে প্রাক্তন মুখ্য়মন্ত্রীর।

জগন মোহনের নামে মূলত পুলিশ হেফাজতে মারধর, খুনের চেষ্টা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। অভিযোগকারী টিডিপি নেতার অভিযোগ, তিনি পুলিশি হেফাজতে থাকাকালীন ফোনে পুলিশ আধিকারিকদের তাঁকে মেরে ফেলার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী নিজে।