বিবাহ বিচ্ছদের মামলা (Divorce) চলছিল, এর মধ্যেই আচমকা গুলিবিদ্ধ গৃহবধূ। উত্তর ২৪ পরগনার হাড়োয়া (Haroa) থানার অন্তর্গত মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মোহনপুর এলাকায় শুট আউটের (Shootout ) ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। গুলিবিদ্ধ গৃহবধূর নাম শম্পা দাস (২৮)। তাঁর কোমরে ও পিঠে গুলি লেগেছে বলে খবর। বর্তমানে কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার রাতেই মহিলাকে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে ট্রমা কেয়ারে চিকিৎসাধীন তিনি। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র ও গুলির খোল উদ্ধার হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, বিবাহবিচ্ছেদের মামলা নিয়ে দুই পরিবারের মধ্যে টানাপড়েন চলছিল। শ্বশুরবাড়ির থেকে মোটা অঙ্কের টাকা দাবি করছিলেন শম্পার বাপের বাড়ির লোকেরা। শ্বশুরবাড়ির পরিবার তা দিতে অস্বীকার করে। কিন্তু তাতে রাজি ছিল না শম্পার পরিবার। সেই বিবাদের জেরেই এই হামলা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনায় এখনও কেউই গ্রেফতার বা আটক হয়নি। যদিও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিস্তলটি উদ্ধার করেছে।