Thursday, August 21, 2025

বিল আটকে উন্নয়নমূলক কাজে বাধা! রাজ্যপালের বোসের বিরুদ্ধে শীর্ষ আদালতে রাজ্য সরকার

Date:

রাজ্যের একের পর এক উন্নয়নমূলক প্রকল্পের ফাইল আটকে রাজভবনে। ফলে থমকে রয়েছে কাজ। এই অভিযোগ তুলে শুক্রবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Anand Bose) বিরুদ্ধে শীর্ষ আদালতের (Supreme Court) দ্বারস্থ হল রাজ্য সরকার। অভিযোগ, রাজ্য সরকারি প্রকল্পে আটটি বিল আটকে রেখেছেন রাজ্যপাল বোস। এর জেরে সংবিধান বিরোধী কাজ করছেন তিনি। একই সঙ্গে উন্নয়নমূলক কাজে প্রতিবন্ধকতা তৈরি করছেন বলে অভিযোগ রাজ্যের। এদিন রিট পিটিশন দাখিল করে দ্রুত শুনানির আর্জি জানানো হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ সেই আর্জি গ্রহণ করেছে।বেশ কিছুদিন ধরেই রাজ্য-রাজভবন ঠাণ্ডা লড়াই চলছে। রাজভবনে তরুণী কর্মীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে আনন্দ বোসের (CV Anand Bose) বিরুদ্ধে। যা নিয়ে তোলপাড় হয় রাজ্য। মুখ্যমন্ত্রীও কটাক্ষ করেন সেই ঘটনা নিয়ে। এরপরে উপনির্বাচনের জয়ী ২ বিধায়কের শপথ নিয়ে সংঘাত নতুন মাত্রা পায়। রাজভবনে মেয়েদের নিরাপত্তা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রশ্ন তোলায় তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন রাজ্যপাল। এ বার রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল নবান্ন।

এদিন শীর্ষ আদালতে রিট পিটিশন দাখিল করেন আইনজীবী আস্থা শর্মা। তিনি আদালতকে জানান, রাজ্যপাল সি ভি আনন্দ বোস ৮ টি বিল আটকে রেখেছেন। ওই বিলগুলি আটকে রেখে রাজ্যপাল সংবিধানের ২০০ নম্বর বিধি ভঙ্গ করছেন। যা কোনও গণতন্ত্রিক শাসনব্যবস্থা ও জনকল্যাণের পরিপন্থী। কারণ এই ধরনের বিলের মাধ্যমেই জনকল্যাণমূলক কাজ করা হয়।






Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version