পরিতক্ত আবাসনে বৃদ্ধর হাত- পা বেঁধে ফেলে রাখল ‘গুণধর’ ছেলেরা!

জীবনের সবটুকু দিয়ে তিলে তিলে বড় করেছিলেন যে ছেলেদের, আজ তাঁরাই বৃদ্ধ বাবার সঙ্গে অমানবিক আচরণ করলেন। পরিতক্ত আবাসনে অসুস্থ বৃদ্ধকে ফেলে রেখে দিল তিন যুবক। একজন ইস্পাত কারখানার (Steel Factory)কর্মী বাকি দুজন বেসরকারি সংস্থার কর্মী। দুর্গাপুর ইস্পাত নগরীর বিজন টাউনশিপের (Bijan Township) জয়দেব এভিনিউ এলাকায় শুক্রবার সকালে নগর নিগমের স্বাস্থ্য কর্মীরা ডেঙ্গি সার্ভে করতে গিয়ে এই ঘটনা দেখে রীতিমতো অবাক। এ কেমন সন্তান!

অশীতিপর বৃদ্ধের নাম মাগারাম ঘোষ। দুর্গাপুরেই অন্যত্র বাস করেন তাঁর তিন ছেলে। কিন্তু অসুস্থ বৃদ্ধ বাবার জায়গা হয়নি কারও বাড়িতে। তাই দুর্গাপুর ইস্পাত কারখানার একটি পরিত্যক্ত আবাসনের মধ্যে বাবাকে খাটে শুইয়ে দড়ি দিয়ে বেঁধে রেখে চলে যান গুণধর ছেলেরা। অসুস্থ বৃদ্ধ এতটাই অসহায় যে ঠিকভাবে কথাও বলে উঠতে পারছেন না। কীই বা বলবেন, দুচোখ কান্নায় ভেজা। একসময় দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার কর্মী ছিলেন। আজ শারীরিক অক্ষমতা আর বয়সের ভারে তিনি সকলের কাছে ‘বোঝা’। অমানবিক ঘটনা নজরে আসতেই খবর যায় প্রাক্তন কাউন্সিলরের কাছে। অসুস্থ বৃদ্ধের হাত-পায়ের দড়ি খোলা হয়। উদ্ধার করে নিয়ে যান স্বাস্থ্যকর্মীরা। ভিড় জমান এলাকাবাসী। প্রাক্তন কাউন্সিলর মণি দাশগুপ্ত ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধের বড় ছেলে দয়াময় ঘোষকে ডেকে পাঠান। দয়াময়ের যুক্তি, ‘বাবা এখানেই থাকতেন। সেই জন্য এখানেই রাখা হয়। বাবার চিকিৎসা হয়েছিল। তাই খাট থেকে যাতে পড়ে না যান, সেই জন্য দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। আমি নিয়মিত আসি। বাবার দেখভাল করি। সংসারের অবস্থা খারাপ হওয়ায় বাবাকে ওই আবাসনে রাখা হয়েছে।’ এই ঘটনায় নাকি কোনও অমানবিকতা খুঁজেই পাচ্ছেন না ছেলে। প্রাক্তন কাউন্সিলর গোটা বিষয়টি পুলিশকে জানিয়েছেন, পাশাপাশি বৃদ্ধকে হাসপাতালে ভর্তিও করা হয়েছে।