স্লিপ অফ টাং-এ জেলেনস্কি হলেন পুতিন! কমলা হ্যারিস ট্রাম্প!!

বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় তিনি কথার খেই হারিয়ে ফেলছিলেন। শেষের দিকে তাঁর কথাগুলো খুব একটা স্পষ্টভাবে বোঝাও যাচ্ছিল না

সেই যে সেই ট্রাম্পের কাছে মুখোমুখি বিতর্কে পরাজিত হয়েছিলেন, তারপর থেকেই বারবার যেন দিশা হারিয়ে ফেলছেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন। একাধিক জায়গায় একাধিক অসংলগ্ন কথা বলার পরে এবার শত্রু-মিত্রও গুলিয়ে ফেলছেন তিনি। ন্যাটোর অন্তর্ভুক্ত দেশগুলির সম্মেলনে এবার তিনি যা করলেন তাতে লজ্জায় মুখ ঢাকতে দেখা গেল তাঁর মন্ত্রিসভার সদস্যদেরও।

ন্যাটোর বৈঠকে বক্তব্য রাখতে ওঠেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। তাঁর পরের বক্তা ছিলেন ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি। বক্তব্যের শেষে বাইডেন বলেন, “আমি এবার মঞ্চ ছেড়ে দিতে চাই ইউক্রেনের রাষ্ট্রপতিকে। যাঁর সাহস আছে, কিছু করে দেখানোর ইচ্ছা আছে। আমি রাষ্ট্রপতি পুতিনকে স্বাগত জানাচ্ছি।” এরপর স্বাভাবিকভাবেই অপ্রস্তুত জেলেনস্কি। বেশ রাগের বশেই তিনি ভুল ধরিয়ে দেন বাইডেনের। এরপর নিজের ভুলের জন্য ক্ষমা চান বাইডেনও।

তবে ভুলের এখানেই শেষ নয়। রয়টার্সের পক্ষ থেকে বাইডেনের কাছে জানতে চাওয়া হয়েছিল, কমলা হ্যারিসের ওপর তাঁর আস্থা আছে কি না। জবাবে তিনি বলেন, “দেখুন, প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা না থাকলে তো আমি ট্রাম্পকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নিতাম না।” বাস্তবে তিনি কমলা হ্যারিসের কথা এখানে বলতে গিয়ে তাঁকে ভুল করে ‘ট্রাম্প’ বলে ফেলেন। যদিও এতকিছুর পরেও তাঁকে নির্বাচন থেকে সরানোর পক্ষপাতি হন ডেমোক্র্যাটদেরই একাংশ।

সাংবাদিক সম্মেলনে বাইডেন ঘন ঘন কাশছিলেন। সংবাদ সম্মেলনের শুরুর দিকে বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় তিনি কথার খেই হারিয়ে ফেলছিলেন। শেষের দিকে তাঁর কথাগুলো খুব একটা স্পষ্টভাবে বোঝাও যাচ্ছিল না। তবে বাইডেন জোর দিয়ে বলেছেন, আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট দলের হয়ে তিনিই প্রতিদ্বন্দ্বিতা করবেন। সংবাদ সম্মেলনে ইসরায়েল-গাজা সংঘাত এবং রাশিয়া ও চীনকে মোকাবিলায় পশ্চিমা দেশগুলোর আরও বেশি সামরিক অস্ত্র তৈরির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন বাইডেন।