Sunday, November 9, 2025

রাত পোহালেই রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনের গণনা, আত্মবিশ্বাসী তৃণমূল

Date:

Share post:

রাত পোহালেই শনিবার রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনের (West Bengal By Poll) গণনা। চারে চার করার ব্যাপারে আত্মবিশ্বাসী রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলা কেন্দ্রে গত বুধবার উপনির্বাচন হয়েছে। ২০২১ সালের বিধানসভা ভোটে এই চার কেন্দ্রের মধ্যে তিনটি আসনে জিতেছিল প্রধান বিরোধী দল বিজেপি। একটি আসন পেয়েছিল তৃণম। তবে উপনির্বাচনে চারটি আসন জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বাম-কংগ্রেস প্রার্থী দিলেও এবারও লড়াই বিজেপি।আর তৃণমূলের মধ্যে। শনিবার সকাল ৮টায় শুরু হবে ভোট গণনা। প্রথমে পোস্টাল ব্যালট গণনা, তারপর ইভিএম। মনে করা হচ্ছে দুপুরের মধ্যে চিত্রটা পরিষ্কার হয়ে যাবে।

আপাতাবে উপনির্বাচন (West Bengal By Poll) হলেও এই ভোটের ফলাফল খুব তাৎপর্যপূর্ণ। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে দুর্দান্ত ফলাফল করেছে তৃণমূল। তবে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ ও বাগড়া বিধানসভায় পিছিয়ে আছে তারা। শুধু তাই নয়, এই তিন আসনের লোকসভা ভোটে জয় পেয়েছে বিজেপি। তবে মানিকতলা এগিয়ে তৃণমূল। তাই এই ভোট যেমন মর্যাদার, তেমনই ২০২৬ বিধানসভার আগে এই আসনগুলোতে এসিড টেস্ট। বিশেষ করে মতুয়া অধ্যুষিত রানাঘাট দক্ষিণ ও বাগদা তৃণমূলের পরীক্ষা। সিএএ লাগু হওয়ার পর বিতর্ক থাকলেও এখনও মতুয়া ভোট যে বিজেপির দিকে ঝুঁকে তা লোকসভাতেই প্রমাণিত। ফলে উপনির্বাচনের ফলাফল সরকার ভাঙা গড়ার না হলেও, তা রাজনৈতিক ভাবে বিজেপি ও তৃণমূলের কাছে সমান গুরুত্বপূর্ণ। তবে এই ভোটেও বাম-কংগ্রেসের জমানত বাজেয়াপ্ত হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

চারটি কেন্দ্রে ভোটের সার্বিক হার ৬৬.৯৫ শতাংশ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ভোটের হার ৭১.৯৯ শতাংশ। নদিয়ার রানাঘাট দক্ষিণে ভোট পড়েছে ৭০.৫৬ শতাংশ, উত্তর ২৪ পরগনার বাগদায় ভোট পড়েছে ৬৮.৪৪ শতাংশ এবং কলকাতার মানিকতলায় ভোট পড়েছে ৫৪.৯৮ শতাংশ।

আরও পড়ুন: খেলা শুরু হয়ে গিয়েছে, মোদি সরকার টিকবে না: উদ্ধবকে পাশে বসিয়ে বার্তা তৃণমূল সুপ্রিমোর

 

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...