Thursday, November 6, 2025

নাইট রাইডার্সে নতুন দায়িত্বে বাংলার ঝুলন , উচ্ছ্বসিত বাংলার প্রাক্তন বোলার

Date:

নতুন দায়িত্ব পেলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামী। মহিলাদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের মেন্টরের দায়িত্ব নিলেন ঝুলন গোস্বামী। এদিন এমনটাই জানান হয় নাইট রাইডার্সের পক্ষ থেকে। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ভারতের তারকা প্রাক্তন বোলার।

এই নিয়ে ঝুলন বলেন, “ এতবড় ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে পেরে গর্বিত। ভারত ও গোটা বিশ্বে ক্রিকেটের উন্নতিতে এই ফ্র্যাঞ্চাইজি অনেক কিছু করেছে। মেন্টর হিসাবে আমাকে ভাবার জন্য কেকেআর ম্যানেজমেন্টকে ধন্যবাদ। কাজ শুরু করার জন্য মুখিয়ে রয়েছি।“ এখানেই না থেমে তিনি আরও বলেন, “ কিং খানের সঙ্গে দেখা করা বিশেষ অভিজ্ঞতা। নাইট রাইডার্সের জন্য ওঁর সত্যিকারের আবেগ রয়েছে। ত্রিনবাগো নাইট রাইডার্সে যোগ দেওয়ার বিষয়ে প্রাথমিক কথাবার্তা শুরু হয়েছিল বেঙ্কি স্যারের সঙ্গে। ম্যানেজমেন্ট হিসাবে সব কিছুর দিকে ওঁরা নজর রাখেন। যেভাবে ওঁরা দু’জনে আমাকে স্বাগত জানিয়েছেন, আমার সঙ্গে কথা বলেছেন, তাতে আমি খুব খুশি। শাহরুখ স্যর ও বেঙ্কি স্যরের সঙ্গে কথা বলে খুব ভাল লেগেছে।“

এদিকে ঝুলনের যোগ নিয়ে নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোর বলেন, “ ঝুলন কিংবদন্তি ক্রিকেটার। ওকে ত্রিনবাগো নাইট রাইডার্সের মেন্টর করতে পেরে আমরা খুব খুশি। গত ১০ বছরে পুরুষ ও মহিলা দল মিলিয়ে ত্রিনবাগো নাইট রাইডার্স পাঁচটি ট্রফি জিতেছে। আমরা নিশ্চিত ঝুলনের অধীনে এই দল আরও ভাল ফল করবে। ক্রিকেটারদের কাছে সুযোগ থাকবে ঝুলনের মতো ক্রিকেটীয় মস্তিষ্কের সঙ্গে সময় কাটানোর। ওর কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে। খুব দ্রুত দলের সঙ্গে যোগ দেবে ঝুলন।“

আরও পড়ুন- আজ ডার্বিতে তিনকাঠির নিচে দেবজিৎ? ম্যাচে একাধিক বদলের সম্ভাবনা


Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version