Saturday, August 23, 2025

নাইট রাইডার্সে নতুন দায়িত্বে বাংলার ঝুলন , উচ্ছ্বসিত বাংলার প্রাক্তন বোলার

Date:

নতুন দায়িত্ব পেলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামী। মহিলাদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের মেন্টরের দায়িত্ব নিলেন ঝুলন গোস্বামী। এদিন এমনটাই জানান হয় নাইট রাইডার্সের পক্ষ থেকে। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ভারতের তারকা প্রাক্তন বোলার।

এই নিয়ে ঝুলন বলেন, “ এতবড় ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে পেরে গর্বিত। ভারত ও গোটা বিশ্বে ক্রিকেটের উন্নতিতে এই ফ্র্যাঞ্চাইজি অনেক কিছু করেছে। মেন্টর হিসাবে আমাকে ভাবার জন্য কেকেআর ম্যানেজমেন্টকে ধন্যবাদ। কাজ শুরু করার জন্য মুখিয়ে রয়েছি।“ এখানেই না থেমে তিনি আরও বলেন, “ কিং খানের সঙ্গে দেখা করা বিশেষ অভিজ্ঞতা। নাইট রাইডার্সের জন্য ওঁর সত্যিকারের আবেগ রয়েছে। ত্রিনবাগো নাইট রাইডার্সে যোগ দেওয়ার বিষয়ে প্রাথমিক কথাবার্তা শুরু হয়েছিল বেঙ্কি স্যারের সঙ্গে। ম্যানেজমেন্ট হিসাবে সব কিছুর দিকে ওঁরা নজর রাখেন। যেভাবে ওঁরা দু’জনে আমাকে স্বাগত জানিয়েছেন, আমার সঙ্গে কথা বলেছেন, তাতে আমি খুব খুশি। শাহরুখ স্যর ও বেঙ্কি স্যরের সঙ্গে কথা বলে খুব ভাল লেগেছে।“

এদিকে ঝুলনের যোগ নিয়ে নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোর বলেন, “ ঝুলন কিংবদন্তি ক্রিকেটার। ওকে ত্রিনবাগো নাইট রাইডার্সের মেন্টর করতে পেরে আমরা খুব খুশি। গত ১০ বছরে পুরুষ ও মহিলা দল মিলিয়ে ত্রিনবাগো নাইট রাইডার্স পাঁচটি ট্রফি জিতেছে। আমরা নিশ্চিত ঝুলনের অধীনে এই দল আরও ভাল ফল করবে। ক্রিকেটারদের কাছে সুযোগ থাকবে ঝুলনের মতো ক্রিকেটীয় মস্তিষ্কের সঙ্গে সময় কাটানোর। ওর কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে। খুব দ্রুত দলের সঙ্গে যোগ দেবে ঝুলন।“

আরও পড়ুন- আজ ডার্বিতে তিনকাঠির নিচে দেবজিৎ? ম্যাচে একাধিক বদলের সম্ভাবনা


Related articles

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...
Exit mobile version