Tuesday, November 4, 2025

রাস্তা খুঁড়তেই মহিলার পচাগলা দেহ উদ্ধার! কাশী বোস লেনে চাঞ্চল্য

Date:

রাস্তা খুঁড়তেই মিলল পচাগলা দেহ! শনিবার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে উত্তর কলকাতার (North Kolkata) কাশী বোস লেনে (Kashi Bose Lane)। সূত্রের খবর, এদিন পুরসভার (KMC) তরফে বিধান সরণীতে রাস্তা সারাইয়ের কাজ চলছিল। তখনই গর্ত খোঁড়ার সময়ে পচা গন্ধ পেয়ে সন্দেহ হয় পুরকর্মীদের। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে মহিলার (Woman) দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, দিনকয়েক আগেই কাশী বোস লেনের মুখে ট্রাম লাইনের পাশে ক্ষুদিরাম কলেজের কাছেই পাইপ লাইনের কাজ শুরু হয়। আর শনিবার সকাল থেকেই এলাকায় পচা গন্ধ বেরোতে শুরু করে। তারপরই মাটি খুঁড়ে উদ্ধার করা হয় মহিলার দেহ।

স্থানীয় সূত্রে খবর, ওই মহিলার মুখে কিছু গোঁজা ছিল। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বটতলা থানার পুলিশ। তবে মাঝবয়সী মৃতার নাম বা পরিচয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। পুলিশ আসার পরেই মাটি খুঁড়ে এক মাঝ বয়সী মহিলার দেহ উদ্ধার করা হয়েছে। এদিকে আচমকা এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহন গুপ্তা। পুরসভার কর্মীরা জানিয়েছেন, শনিবার দুপুর ৩টে ৪৫ মিনিট নাগাদ কাশী বোস লেন এবং বিধান সরণির ক্রসিংয়ে রাস্তা খননের সময়ে পচাগলা দেহটি উদ্ধার হয়। ওই মহিলার পরনে ছিল টিশার্ট।

তবে উত্তর কলকাতার ব্যস্ততম এলাকায় কীভাবে ওই মহিলার দেহ এল তা তদন্ত করে দেখছে পুলিশ। তবে দেহটি বেশি পুরনো নয় বলেই পুলিশের প্রাথমিক অনুমান। ইতিমধ্যে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

Related articles

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে...

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...
Exit mobile version