Friday, January 9, 2026

তালা মেরেছিলেন শান্তনু, জিতেই বড়মার বন্ধ ঘর দখলমুক্ত মধুপর্ণার!

Date:

Share post:

ঠাকুর নগরের মতুয়া ঠাকুরবাড়িতে বড়মা প্রয়াত বীনাপাণি দেবীর বন্ধ ঘর অবশেষে ‘দখলমুক্ত’! করা হল। বাগদা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী তথা মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরের (Madhuparna Thakur) দাপুটে জয়ের পরই তাঁর অনুগামীরা তালা ভেঙে বড়মার ঘর ‘দখলমুক্ত’ করেন।

বাগদা উপনির্বাচনে জয়ী ঠাকুরবাড়ির সদস্য মধুপর্ণা (Madhuparna Thakur)। তিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে। গত ৭ এপ্রিল রাতে দলবল নিয়ে ঠাকুরবাড়িতে বড়মার এই ঘরে তালা ঝুলিয়ে দিয়েছিলেন বনগাঁর বিজেপি সাংসদ তথা মধুপর্ণার জ্যাঠতুতো দাদা শান্তনু ঠাকুর। বড়মার ঘর থেকে মমতাবালা ঠাকুরের জিনিসপত্র বাইরে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেন। এরপর জল অনেকদূর গড়ায়। আদালতের দ্বারস্থ হয়েছিলেন মমতাবালা। তাঁর মেয়ে মধুপর্না ঠাকুর বাড়িতে অনশনে বসেছিলেন। এবার বাগদা জয়ের পর বাড়ি ফিরে ‘বড়মা’ বীনাপাণি দেবীর বন্ধ ঘরের তালা ভাঙেন মধুপর্ণার অনুগামী মতুয়ারা। যদিও মধুপর্ণার মা মমতাবালা ঠাকুরের দাবি, আদালতের নির্দেশেই তাঁরা তাঁদের ঘর ফিরে পেয়েছেন। ভোটের জন্য ব্যস্ত থাকায় ঘর খোলা হয়নি। এদিন তা খোলা হল। এটা সম্পূর্ণ পারিবারিক বিষয়। এর সঙ্গে ভোটে জয়-পরাজয় বা রাজনীতির কোনও সম্পর্ক নেই।

 

২০১৯ সালে প্রয়াত হন বড়মা বীণাপাণি ঠাকুর।ঠাকুরবাড়িতে যে ঘরে তিনি থাকতেন, সেই ঘরেই গত ৭ এপ্রিল দলবল নিয়ে শান্তনু চড়াও হন বলে অভিযোগ ওঠে। দাবি, শাবল, হাতুড়ি দিয়ে তিনি নিজেই তালা ভাঙেন। পরিবারের আরও কয়েক জন ছিলেন তাঁর সঙ্গে। বীণাপাণিদেবী বেঁচে থাকাকালীন তাঁর পাশের ঘরে থাকতেন ঠাকুরবাড়ির বড় বৌমা মমতাবালা। বর্তমানে তিনি থাকেন বীণাপাণিদেবীর ঘরটিতেই। মমতাবালা দাবি করেছিলেন, শান্তনু ঘর ‘দখল’ নেওয়ার পর সারা রাত তাঁকে ও তাঁর মেয়েকে বাইরেই থাকতেই হয়েছে। পরে শান্তনু-ঘনিষ্ঠ কয়েক জন মতুয়াভক্ত সদর দরজায় তালাও লাগিয়ে দেন। এই ঘটনার প্রতিবাদ জানাতে দাদা শান্তনুর বিরুদ্ধে ধর্না-অনশনে বসেছিলেন মমতাবালার কন্যা মধুপর্ণা।

আরও পড়ুন: সল্টলেকের সিটি সেন্টার লাগোয়া রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড! তদন্তের নির্দেশ দমকল মন্ত্রীর

 

spot_img

Related articles

আইপ্যাকে তল্লাশির নামে নির্বাচনী নথি চুরির প্রতিবাদে আজ রাজপথে মিছিল মমতার

পদ্মপার্টির নির্দেশে আইপ্যাক (IPAC) অফিসে ইডি হানা ও তল্লাশির নামে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী নথি চুরির প্রতিবাদে শুক্রবার পথে...

৩ টেসলা এমআরআই! ফুলবাগানে ডায়াগনস্টিক পরিকাঠামোয় নয়া সংযোজন ‘বিজয়া’র

ফুলবাগানে অত্যাধুনিক ডায়াগনস্টিক কেন্দ্রের সূচনা করল বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন কেন্দ্রের মাধ্যমে শহরের...

জ্যাভাথন থেকে সমাবর্তন! জানুয়ারি জুড়ে জেভিয়ার্সের ঠাসা কর্মসূচি

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে বেঁধে জানুয়ারি মাসজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করল সেন্ট জেভিয়ার্স কলেজ...

গঙ্গাসাগর মেলা থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা মুখ্যমন্ত্রীর, লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে সহায়তা

গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের এক...