Monday, November 3, 2025

মানিকতলা কেন্দ্রে রেকর্ড জয়! উপনির্বাচনের ফল বেরতেই ‘সহপাঠী’ সুপ্তিকে শুভেচ্ছা মমতার

Date:

Share post:

প্রত্যাশামতোই মানিকতলা (Maniktala) বিধানসভা কেন্দ্রে রেকর্ড ব্যবধানে জয় তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী সুপ্তি পাণ্ডের (Supti Pandey)। ৬২, ৩১২ ভোটে জয়লাভ করেছেন প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের (Sadhan Pandey) স্ত্রী। তবে উপনির্বাচনের (By Election) আগে থেকেই জয়ের বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী ছিলেন তৃণমূল (TMC) প্রার্থী। শনিবার উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর দেখা যায় পূর্বাভাস মতোই মানিকতলা বিধানসভা কেন্দ্রে রেকর্ড জয় পেয়েছেন শ্রেয়া পাণ্ডের মা। ২০২১ সালে মানিকতলায় জয়ী হয়েছিল তৃণমূল। কিন্তু সাধন পাণ্ডের মৃত্যুর কারণে ওই আসনে উপনির্বাচন হয়। তৃণমূলের তরফে সুপ্তি পাণ্ডের উপরই আস্থা রাখে দল। যার ফল মিলল হাতেনাতে। এদিন জয়ের পর সাধন জায়াকে ফোনে শুভেচ্ছা জানান দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  ইতিমধ্যেই ওই কেন্দ্রে তৃণমূল কর্মীরা আনন্দ উল্লাসে মেতেছেন। রীতিমতো আবির খেলায় মেতেছেন কর্মীরা।

উল্লেখ্য, বর্তমানে মুম্বই থাকলেও রাজ্যের ৪ আসনে উপনির্বাচনের ফলাফলের দিকে নজর ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন ফলাফল ঘোষণার পরই সহপাঠীকে ফোন করে জয়ের শুভেচ্ছা জানান তৃণমূল নেত্রী। সূত্রের খবর, মানিকতলা এলাকা ঠিকমতো দেখাশোনার নির্দেশ সুপ্তিকে দিয়েছেন মমতা। পাশাপাশি সকলের সঙ্গে কাজ করার বার্তাও দেওয়া হয়েছে সাধন জায়াকে। তবে মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দায়িত্বে থাকা কুণাল ঘোষের তত্ত্বাবধানেই এই রেকর্ড মার্জিনে জয়লাভ তৃণমূলের, এমটাই মত দলের একাংশের।

তবে মানিকতলায় উপনির্বাচনে তৃণমূলের জয় প্রত্যাশিতই ছিল৷ কারণ যে চার কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল, তার মধ্যে মানিকতলাই একমাত্র তৃণমূলের দখলে ছিল৷ অন্যদিকে বিজেপির হাতে থাকা বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জেও জয় পেয়েছে তৃণমূল৷ ফলে উপনির্বাচনেও চারে চার করল রাজ্যের শাসক দল৷ তবে এদিন প্রত্যাশিতভাবে বিজেপি রেকর্ড ভোটে হারতেই ফের ‘মিথ্যাচার’ শুরু কল্যাণ চৌবের। বিজেপি প্রার্থী জানিয়েছেন, আর কোনও মামলা তিনি করতে চান না। মামলার জন্য ভোট আটকে গেলে সাধারণ মানুষের অসুবিধা হবে, তাই এমন সিদ্ধান্ত। যদিও কল্যাণের মিথ্যাচারের জবাবে তৃণমূল নেতা কুণাল ঘোষ সাফ জানিয়েছেন “মিডিয়ার সামনে নাটক করছেন। আপনাকে মানুষ চায় না। আপনি হেরে গিয়েছেন। হারের হ্যাটট্রিক করেছেন”। উল্লেখ্য, ২০২১ সালে মানিকতলা কেন্দ্র থেকেই ২০ হাজারের কিছু বেশি ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে৷ এরপরই ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন পরাজিত প্রার্থী বিজেপির কল্যাণ চৌবে৷ ভোটে জেতার পরে সাধন পাণ্ডের মৃত্যু হলেও কল্যাণ চৌবের দায়ের করা সেই মামলা দীর্ঘদিন চলতে থাকায় মানিকতলায় এতদিন উপনির্বাচন হয়নি৷

 

 

spot_img

Related articles

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...