Sunday, November 2, 2025

সল্টলেকের সিটি সেন্টার লাগোয়া রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড! তদন্তের নির্দেশ দমকল মন্ত্রীর

Date:

সপ্তাহ শেষে ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য! সূত্রের খবর, শনিবার দুপুর গড়াতেই সল্টলেকের (Salt Lake) সিটি সেন্টার (City Centre) ১-র কাছে একটি রেস্তোরাঁয় আচমকাই আগুন লেগে যায়। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ব্যস্ততম সময় কালো ধোঁয়ায় ভরে যায় সিটি সেন্টারের চারদিক। যদিও বিষয়টি সামনে আসতেই স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান। পাশাপাশি খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে। পরে দমকলের ৩ ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিন আগুন লাগার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)।

 

মন্ত্রীর অভিযোগ, এসব জায়গায় দমকল বিভাগের নিয়ম লঙ্ঘন করে বেআইনি ব্যবসা চলছে। যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় এই দুর্ঘটনা বলেই মত সুজিত বসুর। তবে তদন্তের পরই আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে। সেক্ষেত্রে কোনও অনিয়মের প্রমাণ মিললেই আইন মেনে কড়া ব্যবস্থা গ্রহণের আশ্বাস দমকল মন্ত্রীর। তবে আচমকা কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খাবার তৈরির সময় আচমকাই গ্যাস সিলিন্ডার থেকে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তে তা ভয়াবহ আকার নেয়। তবে পরে দমকল বাহিনী এসে পরিস্থিতি আয়ত্তে আনলেনও ওই রেস্তোরাঁ পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় বলে খবর। পুলিশ সূত্রে খবর, সিটি সেন্টার ১-র আশেপাশে প্রচুর দোকান রয়েছে। সেখানেই একটি রেস্তোরাঁয় আচমকাই আগুন লেগে যায়। পরে দমকলের ৩ ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে খবর।

 

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version