Monday, November 24, 2025

ডেপুটি মেয়রের নাম করে তোলা-মারধর! পুলিশের জালে দুষ্কৃতীরা, দোষ করলে শাস্তি: অতীন

Date:

Share post:

কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের (Atin Ghosh) নামে করে তোলাবাজি। ভাইরাল ভিডিও (Viral Video) দেখেই দুষ্কৃতীকে ধরল পুলিশ (Police)। তোলা না দেওয়ায় এক প্রোমোটারকে তাঁর অফিসে ঢুকে মারধরের অভিযোগ ওঠে অভিজিৎ মণ্ডল ওরফে রানা নামে ওই দুষ্কৃতী ও দলবলের বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত-সহ চারজনকে গ্রেফতার করে পুলিশ (Police)।নিজেকে তৃণমূল কর্মী এবং ডেপুটি মেয়রের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে এলাকায় তোলাবজি চালাচ্ছিল রানা ও তার দলবল। সিঁথির রাজেন্দ্রনাথ রায়চৌধুরী লেনে অভিজিৎ সরকার নামে এক প্রোমোটার একটি বহুতল নির্মাণ করছিল। অভিযোগ, শুক্রবার রাতে সিঁথির মোড়ের কাছে ওই প্রোমোটারের অফিসে আচমকাই রানা নেতৃত্বে কয়েক জন গিয়ে চড়াও হয়। এলাকায় ব্যবসা করতে হলে, পাঁচ লক্ষ টাকা দিতে হবে বলে দাবি করে। দু’পক্ষের বচসা বাধে। অভিযোগ, অভিজিৎ অত টাকা দিতে না চাইলে তাঁর উপর চড়াও হয় দুষ্কৃতীরা। মারধর করার পাশাপাশি, অফিস ভাঙচুর করা হয়। অফিসে থাকা লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে যান আক্রান্ত প্রোমোটারের দাদা তাপস মজুমদার। অভিজিৎকে উদ্ধার করে বেসরকারি হাসপাতালে ভর্তি করান। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। রাতেই কাশীপুর থানাকে বিষয়টি জানান তাপস। শনিবার সকালে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার ভিডিও ভাইরাল (ভিডিওটির সত্যতা যাচাই করেনি ‘বিশ্ববাংলা সংবাদ’) হয়। তদন্তে নেমে প্রথমে রানার দুই সাগরেদকে গ্রেফতার করে পুলিশ। এলাকা ছেড়ে পালায় রানা। রবিবার মেদিনীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। মোট চারজনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। রানা ছাড়াও রয়েছে সায়ন বন্দ্যোপাধ্যায়, বিশাল দেব ও মনু পাণ্ডে।

আক্রান্ত প্রোমোটারের অভিযোগ, নিজেদের জয়ন্ত সিং এবং কলকাতা পুরসভার ডেপুটি অতীন ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচয় দিতেন রানারা। ঘটনায় তাঁর নাম উঠে সম্পর্কে অতীন ঘোষ বলেন, রানাকে তিনি চেনেন। কিন্তু দীর্ঘদিন তিনি সিঁথি অঞ্চলে যান না। সত্যিই যদি সে অপরাধ করে থাকে তাহলে উপযুক্ত শাস্তি পাবে।






spot_img

Related articles

মাতৃদুগ্ধে ইউরেনিয়াম! বিহারের ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য

বিহারে (Bihar) মাতৃদুগ্ধে ইউরেনিয়ামের (Uranium found in Breast milk) তথ্য চাঞ্চল্যকর। উদ্বেগজনক। মায়ের বুকের দুধ-নির্ভর শিশুর স্বাস্থ্যের ওপর...

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, শীতের শিরশিরে আমেজের মাঝেই ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি!

জাঁকিয়ে শীত না পড়লেও কিন্তু রাত ও ভোরের দিকে হিমেল আমেজে বেশ শিরশিরে ভাব অনুভব করছে দক্ষিণবঙ্গবাসী। নিম্নচাপের...

বিহার ভোটে ভরাডুবি, জেএসসির সমস্ত ইউনিট ভেঙে নয়া কৌশল প্রশান্ত কিশোরের

বিহারে বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election) ভরাডুবি হয়েছে প্রশান্ত কিশোরের (Prashant Kishore) জন সুরজ পার্টির। যে প্রশান্ত কিশোর...

দিল্লি দূষণের বিরোধিতায় ইন্ডিয়া গেটে বিক্ষোভ, মিলল মাও নেতা হিদমার সমর্থনে পোস্টারও

দিল্লি দূষণের (Delhi Pollution) বিরোধিতায় রাজধানীতে ইন্ডিয়া গেটের সামনে প্রতিবাদীদের বিক্ষোভে দেখা মিলল মাও নেতা মাদভি হিদমার সমর্থনে...