Wednesday, May 7, 2025

ছেলে বিদেশে যাবে, ১০ দিনের প্যারোল মঞ্জুর সাজাপ্রাপ্ত বাবার!

Date:

বন্দির ছেলে উচ্চশিক্ষার সূত্রে বিদেশে যাচ্ছেন, খুশির এই মুহূর্তে বন্দির প্যারোল মঞ্জুর করল মুম্বই হাইকোর্ট (Mumbai High Court)। অনেক সময় বাড়িতে বা আত্মীয়দের কোনও দুর্ঘটনা ঘটলে তখন জেলবন্দিরা প্যারোলে সাময়িকভাবে মুক্তি পেয়ে থাকেন। এক্ষেত্রে আনন্দের মুহূর্তে কেন প্যারোল মিলবে না? এই প্রশ্ন তুলে বিচারপতি ভারতী ডাংরে এবং বিচারপতি মঞ্জুষা দেশপাণ্ডে বিবেক শ্রীবাস্তব নামের এক ব্যক্তিকে প্যারোল দিয়েছেন বলে জানা যাচ্ছে।

আদালত সূত্রে জানা যায় বিবেক শ্রীবাস্তব আদালতে জানান যে তাঁর ছেলে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। এই সময়ে পরিবারের পাশে থাকা জরুরি। সেই সঙ্গে তিনি ছেলেকে বিদায়ও জানাতে চান তার দেশ ছাড়ার আগে। তাই তিনি প্যারোলের আবেদন করেন। বিরোধীপক্ষের তরফে বলা হয় কোনও বন্দিকে জরুরি প্যারোল পরিস্থিতিতে দেওয়া হয়। শুধুমাত্র ছেলেকে বিদায় জানাতে এবং তার পড়াশোনার খরচ জোগাতে কেউ প্যারোলে মুক্তি পেতে পারেন না। এ প্রসঙ্গে বিচারপতি ভারতী ডাংরে এবং বিচারপতি মঞ্জুষা দেশপাণ্ডের বেঞ্চ জানায় যে, বন্দিকে সাময়িকভাবে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া যায়। বহির্জগতের সঙ্গে যাতে তাঁদের যোগাযোগ অক্ষুণ্ণ থাকে এবং পারিবারিক সম্পর্ক যাতে অটুট থাকে, তা নিশ্চিত করতেই এই প্যারোলে মুক্তির নিয়ম রয়েছে। এটা আসলে ‘মানবিক উদ্যোগ’ বলেই পর্যবেক্ষণ মুম্বই আদালতের। ২০১২ সালের একটি খুনের মামলায় অভিযুক্ত হন শ্রীবাস্তব। ২০১৮ সালে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। আপাতত তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। ছেলে বিদেশে যাওয়ার সুযোগ পাওয়ায় এক মাসের জন্য মুক্তি চেয়েছিলেন তিনি। আদালত ১০ দিনের জন্য শর্তসাপেক্ষে প্যারোল মঞ্জুর করেছে।


Related articles

সিঁদুরে মেঘ দেখে প্রলাপ শাহবাজের! রাফাল-সহ ৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি

পহেলগাঁওতে জঙ্গিহানার প্রত্যাঘাত অপারেশন সিন্দুর। তারপরই দিশেহারা পাকিস্তান সরকার শুরু করেছে প্রলাপ ও প্ররোচনা। পাক অধিকৃত কাশ্মীর ও...

মঙ্গলের পরে বুধেই উল্টো সুর! SLST মামলায় আবার স্থগিতাদেশ হাই কোর্টের

এসএলএসটি-র সুপার নিউমেরারি পদে (super numerary post) নিয়োগে হাই কোর্টের স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নিয়োগে বাধা নেই,...

উচ্চমাধ্যমিকে যুগ্ম নবম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যমজ দুই ভাই 

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর মেধা তালিকায় নজরকাড়া সাফল্য এনে দিয়েছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ...

বেসরকারি স্কুলগুলিকে রবীন্দ্রজয়ন্তী থেকে গরমের ছুটি দেওয়ার আবেদন মুখ্যমন্ত্রীর

রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে গিয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে বেসরকারি স্কুলগুলিকেও রবীন্দ্রজয়ন্তী থেকে গরমের ছুটি (Summer Vacation)...
Exit mobile version