Sunday, November 16, 2025

আজ উইম্বলডন ফাইনাল। রবিবার সন্ধ্যায় উইম্বলডেনর ফাইনালে মুখোমুখি কার্লোস আলকারেজ ও নোভাক জকোভিচ। গতবারের চ্যাম্পিয়ন বনাম সাতবারের চ্যাম্পিয়ন। স্প্যানিশ তরুণের সামনে সুযোগ টানা দ্বিতীয়বার ঘাসের কোর্টে ট্রফি জেতার। অন্যদিকে, সার্ব টেনিস তারকা সামনে কেরিয়ারের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি।

উইম্বলডনের ফাইনালে উঠলেও আলকারেজ যে জোকোভিচকে হারিয়ে দেবেন, এটা অনেকেই ভাবতে পারেননি। গত বছর সেটাই করেছিলেন স্পেনের খেলোয়াড়। চার ঘণ্টা ৪২ মিনিটে পাঁচ সেটের লড়াইয়ে জিতেছিলেন।আবার রবিবার ফাইনাল। তবে তার আগে আলকারেজের মুখে ফুটবলের কথা। রবিবারই আবার ইউরোর ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে স্পেন। আলকারেজ তাই বলছেন, ‘‘রবিবার স্প্যানিশদের জন্য আদর্শ দিন হতে পারে। সন্ধেবেলায় আমি উইম্বলডন ফাইনাল খেলব। রাতে স্পেন ইউরোর ফাইনাল খেলবে। দুটো ম্যাচই যদি আমরা জিতি, তাহলে স্প্যানিশদের কাছে এর থেকে ভাল উপহার আর কী হতে পারে!’’ নিজে টেনিস তারকা। যদিও ফুটবলও আলকারেজের অন্যতম প্রিয় খেলা। তিনি বলছেন, ‘‘স্পেন এবার দুর্দান্ত খেলছে। দলের কয়েকজন ফুটবলারের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হয়। ওদের ফাইনালের জন্য শুভেচ্ছা জানিয়েছি। আশা করি, রবিবার জোড়া জয়ের স্বাদ পাবেন স্প্যানিশরা।“

এদিকে, জকোভিচ আবার বলছেন, ‘‘বিশ্বাসই হচ্ছে না আমি উইম্বলডন ফাইনালে! টুর্নামেন্ট শুরুর ৮ দিন আগে লন্ডন এসেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত কোর্টে নামতে পারব কিনা, তা নিয়ে দোলাচলে ছিলাম। টুর্নামেন্ট শুরু ৩-৪ দিন আগেও জোর দিয়ে বলতে পারিনি খেলবই।’’ তিনি আরও বলেন, ‘‘প্র্যাকটিসে বিশ্বের প্রথম সারির কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে কয়েকটা সেট খেলার পর বুঝতে পারি, শুধু কোর্টে নামাই নয়, অনেক দূর এগোতে পারব।“

আরও পড়ুন- আজ ইউরো কাপের ফাইনাল, ট্রফির খরা কাটাতে মরিয়া ইংল্যান্ড


Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version