মাত্র পাঁচদিনের ব্যবধান। বিহারে ফের ভেঙে পড়ল আরেক সেতু। গয়ার গুলসকারি নদীর উপর ভেঙে পড়ল বহু পুরোনো একটি সেতু। সেতুর অবস্থা দেখেই অনুমান করা সম্ভব দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবেই ভেঙে পড়ে সেতুটি। গত ১০ জুলাই পর্যন্ত দুই সপ্তাহে রাজ্যে ভেঙেছিল ১০টি সেতু। ফের এক সেতু ভাঙায় তিন সপ্তাহে ভাঙা সেতুর সংখ্যা দাঁড়ালো ১১তে।

বর্ষার শুরুতে বিহারের সেতু ভাঙার ঘটনা শুরু হতে নদীগুলিতে অত্যধিক জল বাড়াকে কারণ হিসাবে তুলে ধরা হয়। কিন্তু একেবারেই স্রোত নেই, এমন নদীতেও যখন সেতু ভাঙার ঘটনা ঘটে তখন অবশেষে টনক নড়ে বিহারের ডবল ইঞ্জিন প্রশাসনের। রাজ্যের সব সেতুর স্বাস্থ্য পরীক্ষার নির্দেশিকা জারি হয়।


তার পরেও সোমবার ফের গয়ার ভগবতী ও শর্মা গ্রামের মাঝে গুলসকারি নদীর উপর ভেঙে পড়ে সেতু। এই নদী একেবারেই স্রোতস্বিনী নয়। তারপরেও সেতু ভাঙার ঘটনায় প্রশাসনিক গাফিলতিকেই দায়ী করছেন স্থানীয়রা। এই সেতুর উপর স্থানীয় সব গ্রামের স্কুল পড়ুয়াদের যাতায়াতও নির্ভর করে।
