Monday, May 19, 2025

কোপা চ্যাম্পিয়ন আর্জেন্তিনা, ফাইনালে ১-০ গোলে হারাল কলম্বিয়াকে

Date:

Share post:

ফের কোপা চ্যাম্পিয়ন আর্জেন্তিনা। এদিন ফাইনালে ১-০ গোলে হারাল কলম্বিয়াকে। নীল-সাদা দলের হয়ে অতিরিক্ত সময়ে একমাত্র গোল লাউতারো মার্টিনেজের। এই জয়ের ফলে ২০২১ সালে কোপা,২০২২ এ বিশ্বকাপ জয়ের পর ২০২৪ এ ফের কোপা জয় লিওনেল মেসিদের। টানা তৃতীয় আন্তর্জাতিক ট্রফি জয় লিওদের। ভালো খেলেও হারের মুখ দেখল কলম্বিয়া।

ম্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের খেলা। প্রথম ৪৫ মিনিটে খেলায় বেশি দাপট ছিল কলম্বিয়ার। অনেক বেশি সুযোগ তৈরি করেছিল।তবে আর্জেন্তিনার গোলরক্ষক মার্টিনেজ কয়েকবার আটকে দেন। ম্যাচের শুরুতেই ডান পায়ে শট আলভারেজের। তবে গোলে থাকল না। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। এরপরই পালটা আক্রমণ চালায় কলম্বিয়া। বক্সের মধ্যে জন কর্ডোবাকে লক্ষ্য করে দুর্দান্ত বল বাড়ান হামেস রদ্রিগেজ। কর্ডোবা দারুণ শট নেন।তবে বল চলে যায় গোলপোস্টের বাইরে। ম্যাচের ২০ মিনিটে বাঁ-প্রান্ত থেকে নীচু ক্রস করেন ডি’মারিয়া। পেনাল্টি বক্সের মাঝখানে মেসি বলটা পান। বলটা আসতেই শট নেন। তবে তাঁর শট ব্লক করে দিল কলম্বিয়ার ডিফেন্স। প্রথমার্ধের একেবারে শেষলগ্নে এগিয়ে যাওয়ার সুযোগ পায় আর্জেন্তিনা। বিপজ্জনক জায়গায় নিকোলাস তাগলিয়াফিকোকে ফাউল করেন আরিয়াস। ফ্রি-কিক নেন মেসি। বক্সের মাঝখান থেকে হেডার তাগলিয়াফিকোর। তবে তা কাজের কাজ হয়নি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় কলম্বিয়া। চলে একের পর এক আক্রমণ। ম্যাচের ৬০ মিনিটে ডি’মারিয়াকে ফাউল লারমার। ফ্রি-কিক পায় আর্জেন্তিনা।তবে কোনও বিপদ হয়নি কলম্বিয়ার। তবে এরই মধ্যে বিপদ ঘটে নীল-সাদা দলের। ম্যাচের ৬৬ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি। মাঠ ছাড়ার সময় কেঁদে ফেললেন। তাঁর জায়গায় নামেন নিকো গঞ্জালেজ। তবে এরই মধ্যে কলম্বিয়ার জালে বল জড়িয়ে দেন মেসির জায়গায় নামা নিকো গঞ্জালেজ । তবে তা অফসাইডের জন্য বাতিল । তবে এরই মধ্যে ম্যাচের ৭৮ মিনিটে ফ্রি-কিক থেকে আর্জেন্তিনার বক্সে বল ভাসিয়ে দেন হামেস রদ্রিগেজ। কুয়েস্তার হেডার। কিন্তু আগেরবারে মতোই এবারও বলটা নীচে রাখতে পাখলেন না। সুযোগ হাতছাড়া কলম্বিয়ার। ম্যাচের ৮২ মিনিটে ফের সুযোগ চলে আসে কলম্বিয়ার কাছে। ফ্রিকিকে গোলার মতো শট মারেন রদ্রিগেজ। তবে তা থেকে কাজের কাজ হয়নি। এরই মধ্যে পাল্টা আক্রমণ চালায় আর্জেন্তিনা। ম্যাচের ৮৮ মিনিটে সুবর্ণ সুযোগ হাতছাড়া আর্জেন্তিনার। ডি’মারিয়া যে ক্রসটা বাড়ান, সেটা গোলের সামনে বাড়ান নিকো গঞ্জালেজ। ফাঁকা গোলে বলটা স্রেফ ঢোকাতে হল। কিন্তু জুলিয়ান আলভারেজ সময়মতো পৌঁছাতে পারলেন না। সুবর্ণ সুযোগ হাতছাড়া। ম্যাচের নির্ধারিত সময়ে গোল না আসায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। কোপার সেমিফাইনাল পর্যন্ত কোনও এক্সট্রা টাইম না থাকলেও ফাইনালেই রয়েছে। অতিরিক্ত সময়ে গোল করলেন লাউতারো মার্টিনেজ।

আরও পড়ুন- ইউরো কাপ চ্যাম্পিয়ন স্পেন, ফাইনালে ইংল্যান্ডকে হারাল ২-১ গোলে

spot_img

Related articles

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...

এভারেস্ট জয় মনোজ ভার্মার দেহরক্ষী কনস্টেবল লক্ষ্মীকান্তের! শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

পর্বত আরোহণের নতুন দৃষ্টান্ত গড়লেন পশ্চিমবঙ্গ সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল (Lakhsmikanta Mandol)। কলকাতার পুলিশ কমিশনার...

ভারতীয় সেনার তৎপরতা – সাহসিকতা! ভেস্তে গেল স্বর্ণমন্দিরে পাকিস্তানের হামলার চক্রান্ত

ভারতীয় সেনার তৎপরতা ও সাহসিকতায় রক্ষা পেল পবিত্র ধর্মস্থান স্বর্ণমন্দির। স্বর্ণমন্দিরকে লক্ষ্য করে পাকিস্তানের ছোড়া একের পর এক...

ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপাতত স্থগিত ভর্তিপ্রক্রিয়া

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় চলতি শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে সৃষ্টি হয়েছে নানা জটিলতা। সেই...