Sunday, November 2, 2025

কোপা চ্যাম্পিয়ন আর্জেন্তিনা, ফাইনালে ১-০ গোলে হারাল কলম্বিয়াকে

Date:

ফের কোপা চ্যাম্পিয়ন আর্জেন্তিনা। এদিন ফাইনালে ১-০ গোলে হারাল কলম্বিয়াকে। নীল-সাদা দলের হয়ে অতিরিক্ত সময়ে একমাত্র গোল লাউতারো মার্টিনেজের। এই জয়ের ফলে ২০২১ সালে কোপা,২০২২ এ বিশ্বকাপ জয়ের পর ২০২৪ এ ফের কোপা জয় লিওনেল মেসিদের। টানা তৃতীয় আন্তর্জাতিক ট্রফি জয় লিওদের। ভালো খেলেও হারের মুখ দেখল কলম্বিয়া।

ম্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের খেলা। প্রথম ৪৫ মিনিটে খেলায় বেশি দাপট ছিল কলম্বিয়ার। অনেক বেশি সুযোগ তৈরি করেছিল।তবে আর্জেন্তিনার গোলরক্ষক মার্টিনেজ কয়েকবার আটকে দেন। ম্যাচের শুরুতেই ডান পায়ে শট আলভারেজের। তবে গোলে থাকল না। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। এরপরই পালটা আক্রমণ চালায় কলম্বিয়া। বক্সের মধ্যে জন কর্ডোবাকে লক্ষ্য করে দুর্দান্ত বল বাড়ান হামেস রদ্রিগেজ। কর্ডোবা দারুণ শট নেন।তবে বল চলে যায় গোলপোস্টের বাইরে। ম্যাচের ২০ মিনিটে বাঁ-প্রান্ত থেকে নীচু ক্রস করেন ডি’মারিয়া। পেনাল্টি বক্সের মাঝখানে মেসি বলটা পান। বলটা আসতেই শট নেন। তবে তাঁর শট ব্লক করে দিল কলম্বিয়ার ডিফেন্স। প্রথমার্ধের একেবারে শেষলগ্নে এগিয়ে যাওয়ার সুযোগ পায় আর্জেন্তিনা। বিপজ্জনক জায়গায় নিকোলাস তাগলিয়াফিকোকে ফাউল করেন আরিয়াস। ফ্রি-কিক নেন মেসি। বক্সের মাঝখান থেকে হেডার তাগলিয়াফিকোর। তবে তা কাজের কাজ হয়নি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় কলম্বিয়া। চলে একের পর এক আক্রমণ। ম্যাচের ৬০ মিনিটে ডি’মারিয়াকে ফাউল লারমার। ফ্রি-কিক পায় আর্জেন্তিনা।তবে কোনও বিপদ হয়নি কলম্বিয়ার। তবে এরই মধ্যে বিপদ ঘটে নীল-সাদা দলের। ম্যাচের ৬৬ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি। মাঠ ছাড়ার সময় কেঁদে ফেললেন। তাঁর জায়গায় নামেন নিকো গঞ্জালেজ। তবে এরই মধ্যে কলম্বিয়ার জালে বল জড়িয়ে দেন মেসির জায়গায় নামা নিকো গঞ্জালেজ । তবে তা অফসাইডের জন্য বাতিল । তবে এরই মধ্যে ম্যাচের ৭৮ মিনিটে ফ্রি-কিক থেকে আর্জেন্তিনার বক্সে বল ভাসিয়ে দেন হামেস রদ্রিগেজ। কুয়েস্তার হেডার। কিন্তু আগেরবারে মতোই এবারও বলটা নীচে রাখতে পাখলেন না। সুযোগ হাতছাড়া কলম্বিয়ার। ম্যাচের ৮২ মিনিটে ফের সুযোগ চলে আসে কলম্বিয়ার কাছে। ফ্রিকিকে গোলার মতো শট মারেন রদ্রিগেজ। তবে তা থেকে কাজের কাজ হয়নি। এরই মধ্যে পাল্টা আক্রমণ চালায় আর্জেন্তিনা। ম্যাচের ৮৮ মিনিটে সুবর্ণ সুযোগ হাতছাড়া আর্জেন্তিনার। ডি’মারিয়া যে ক্রসটা বাড়ান, সেটা গোলের সামনে বাড়ান নিকো গঞ্জালেজ। ফাঁকা গোলে বলটা স্রেফ ঢোকাতে হল। কিন্তু জুলিয়ান আলভারেজ সময়মতো পৌঁছাতে পারলেন না। সুবর্ণ সুযোগ হাতছাড়া। ম্যাচের নির্ধারিত সময়ে গোল না আসায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। কোপার সেমিফাইনাল পর্যন্ত কোনও এক্সট্রা টাইম না থাকলেও ফাইনালেই রয়েছে। অতিরিক্ত সময়ে গোল করলেন লাউতারো মার্টিনেজ।

আরও পড়ুন- ইউরো কাপ চ্যাম্পিয়ন স্পেন, ফাইনালে ইংল্যান্ডকে হারাল ২-১ গোলে

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version