শীর্ষ আদালতে উঠলেও সোমবারেও হল না DA মামলা শুনানি। আরও সময় চাইল রাজ্য সরকার। ফলে এদিন মামলাটির শুনানি স্থগিত হয়ে যায়। পরে শুনানির নতুন তারিখ দেবে সুপ্রিম কোর্ট (Supreme Court)।
রাজ্য আরও সময় চাওয়ায়, এদিন ফের সুপ্রিম কোর্টে DA মামলার শুনানি স্থগিত হয়ে গেল। এই পরিস্থিতিতে এখনই এই মামলার নিষ্পত্তি হওয়ার সম্ভবনা খুবই কম বলে মনে করছেন আইনজীবীদের একাংশ।