Monday, November 3, 2025

এবার নিয়োগে বাধা দিলে আলিমুদ্দিনে জবাব চাইব! বিকাশকে তুলোধনা চাকরিপ্রার্থীর

Date:

Share post:

জয়িতা মৌলিক 
নিয়োগে বাধা দিয়ে, মামলা ঝুলিয়ে রেখে নিজের আখের গোছাচ্ছেন সিপিএম নেতা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Bhattacharya)। অভিযোগ, আপার প্রাইমারির চাকরি প্রার্থী অর্ঘ চৌধুরীর। ফেসবকের Upper Primary TET(WB SSC) Pure Science Group-এর গ্রুপে একটি ভিডিও পোস্ট করে বিস্ফোরক অভিযোগ করেন এই চাকরিপ্রার্থী। (ভিডিওটির সত্যতা যাচাই করেনি ‘বিশ্ববাংলা সংবাদ’)। তবে, শুধু ভিডিও বার্তাই নয়, বিকাশ ভট্টাচার্যকে তীব্র আক্রমণ করে একের পর পোস্ট হয়েছে এই গ্রুপে। আর সব পোস্টে একই অভিযোগ, দিনের পরে দিন মামলা ঝুলিয়ে রেখে কোটি কোটি টাকা ফি পকেটস্থ করেছেন ‘গরিব পার্টির’ নেতা বিকাশ। এই ভিডিওতে করা অভিযোগ সত্য কি না তা নিয়ে তদন্তের দাবি উঠছে নানা মহলে।

কী অভিযোগ অর্ঘদের?
আপার প্রাইমারিতে গত ১০ বছরে নিয়োগ হয়নি। এই নিয়ে আদালতে মামলা চলছে। আর নানা অজুহাতে এই নিয়োগগুলিতে বাধা দিচ্ছেন বিকাশ অ্যান্ড কোম্পানি- বিস্ফোরক অভিযোগ চাকরি প্রার্থীর। তিনি ভিডিওতে বলছেন, (ভিডিওটির সত্যতা যাচাই করেনি ‘বিশ্ববাংলা সংবাদ’) মুখে মেহনতি মানুষের জন্য লড়াইয়ের কথা বলা বিকাশরঞ্জনের কোটি কোটি টাকার সম্পত্তি। মাঝে মধ্যেই তিনি বিদেশ ঘুরতে যান। সে যেতেই পারেন। কিন্তু তার জন্য তিনি নির্দিষ্ট দিন আদালতে হাজির হন না। ফলে পিছিয়ে যায় শুনানি। নয়তো, তাঁর জুনিয়াররা হাজির হন। কিন্তু সুরাহা হয় না।

সত্যিই বিকাশ ভট্টাচার্য চাকরিপ্রার্থীদের থেকে কোটি কোটি টাকা নিয়েছেন?

অর্ঘর দাবি, ধর্নায় বসে থাকা চাকরি প্রার্থীদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন কত কোটি টাকা তাঁরা বিকাশকে মামলার জন্য তুলে দিয়েছেন।

এখন কেন এত ক্ষোভ চাকরি প্রার্থীদের?

অর্ঘ বলছেন, নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে বিচারপতির নির্দেশে যখন বেশ কয়েকটি ধাপ পেরিয়ে তাঁদের আপার প্রাইমারির কাউন্সিলিং হয়েছে। নিয়োগের জন্য শুনানি চলছে। তখন তাঁরা জানতে পেরেছেন, সব OMR শিট ভুয়ো বলে অজুহাত দিয়ে প্যানেল বাতিলের অপচেষ্টায় আছেন বিকাশ। তিনি সাপ্লিমেন্টরি হলফনামা জমা দিতে চলেছেন এই বিষয়ে।

চাকরি প্রার্থীদের অভিযোগ, মামলা শেষ হয়ে গেলে, সবাই চাকরি পেয়ে গেলে মামলাবাজের তো আয় কমে যাবে। সংবাদ মাধ্যমে তিনি কী নিয়ে লম্বা-চওড়া বক্তৃতা দেবেন? সরাসরি অভিযোগের আঙুল তুলে অর্ঘ বলেছেন, সেই কারণে যখনই নিয়োগের পরিস্থিতি হয়েছে, তখনই তাতে হলফনামা দিয়ে স্থগিতাদেশ জারি করিয়েছেন বেকারদের দুঃখে কুম্ভীরাশ্রু ফেলা সিপিআইএম নেতা।

অর্ঘদের অভিযোগ, আদালত থেকে তারিখ নেন, কিন্তু হাজির হন না বিকাশ। শোনা যায় তিনি বিদেশে। না হলে ভাইরাল ফিভার হয়েছে। এইভাবে মামলা পিছিয়ে যায়। অথচ কোনও দুর্নীতির প্রমাণ এখনও তাঁদের নিয়োগ পরীক্ষায় মেলেনি বলে দাবি অর্ঘর। তাঁর কথায়, যাঁরা দুর্নীতি করেছেন বলে অভিযোগ তাঁরা তো ধরা পড়েছেন।

নিজেকে এক সময়ের বাম সমর্থক বলে দাবি করে ক্ষোভ উগরে অর্ঘ বলেন, এখন আমি আপনাদের নীতিকে ঘৃণা করি। আপনি মেহনতি নন, বিদেশে ঘুরে বেড়ানো নেতা। কিন্তু আপনি মুখে বেকারত্ব, যুবকদের রোজগার, কর্মসংস্থান নিয়ে বক্তৃতা দেন। অথচ বারবার নিয়োগে বাধা দিচ্ছেন। এই আপনার নীতি? এই মতাদর্শ? তুলোধনা করেন অর্ঘ।

এরপর সরাসরি ভিডিতে ওই চাকরিপ্রার্থী জানান, যদি, আগামী শুনানিতে বিকাশরঞ্জন ভট্টাচার্য না আসেন বা নিয়োগে বাধা দেওয়ার ছক কষেন, তাহলে সরাসরি আলিমুদ্দিনে গিয়ে তাঁরা এর জবাব চাইবেন। এখন এই ভিডিওতে করা অভিযোগ সত্য কি না তা নিয়ে তদন্তের দাবি উঠছে নানা মহলে।

 

 

spot_img

Related articles

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন চিরঞ্জীব

দীর্ঘদিন পরে স্থায়ী উপাচার্য পেল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। দায়িত্ব নিলেন চিরঞ্জীব ভট্টাচার্য (Chirenjit Bhattacharya)। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্য...

যোধপুরের রেশ কাটতে না কাটতে ফের দুর্ঘটনা জয়পুরে! মৃত ১২, আহত ৫০

রাজস্থানের যোধপুরের রেশ কাটতে না কাটতে ফের দুর্ঘটনা জয়পুরে (Jodhpur in Rajsthan)! ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে জয়পুরের হারমাদা...

Petrol Diesel price: আজকের পেট্রোল-ডিজেলের দাম

৩ নভেম্বর (সোমবার), ২০২৫   কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা   দিল্লিতে লিটার প্রতি...

Gold Silver Price: সপ্তাহের শুরুতে বাড়ল সোনার দাম

সোমবার ৩ নভেম্বর, ২০২৫   ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ১২১২০ ₹     ১২১২০০ ₹ খুচরো পাকা সোনা    ১২১৮০...