Monday, August 25, 2025

‘আমেরিকানরা সবসময় একে অপরের বন্ধু’: ট্রাম্পের উপর হামলার ঘটনায় দেশবাসীকে শান্ত থাকার বার্তা বাইডেনের 

Date:

ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) উপর গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যে নাম জড়িয়েছে তাঁর। দুর্ঘটনার পর প্রেসিডেন্ট নির্বাচনের (President Election) আগেই এমন হাড়হিম করা ঘটনায় তাঁকেই কাঠগড়ায় তুলছেন অনেকেই। এবার সেই ক্ষতে প্রলেপ দিতেই দেশবাসীকে এমন পরিস্থিতিতে শান্ত থাকার বার্তা দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। দেশবাসীর উদ্দেশে এক বার্তায় তিনি জানিয়েছেন, যতই মতবিরোধ থাকুক না কেন আমেরিকানরা সবসময় একে অপরের বন্ধু। তাই বুলেট নয় সমস্ত জবাব ব্যালটে দিন।

বাইডেন মনে করিয়ে দেন, এখন আমাদের শান্ত থাকতে হবে। মনে রাখতে হবে, আমাদের মধ্যে যতই মতবিরোধ থাকুক না কেন, আমেরিকান হিসাবে আমরা একে অপরের বন্ধু, সহকর্মী। এরপরই বুলেট ছেড়ে ব্যালটে ভোটদানের পক্ষে জোর সওয়াল করেন বাইডেন। হিংসার পথ থেকে সরে আসার আহ্বান জানিয়ে সংযত থাকতে অনুরোধ করেন তিনি। উল্লেখ্য, চলতি বছরেই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। তার আগেই প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পকে গুলি মারার ঘটনায় রীতিমতো অশান্ত আমেরিকা। শনিবার পেনসিলভেনিয়ার বাটলারের একটি সভায় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ী। প্রাক্তন প্রেসিডেন্টের ডান কান ছুঁয়ে সেই বুলেট বেরিয়ে যায়। বরাতজোরে প্রাণ বাঁচেন ডোনাল্ড ট্রাম্প।

যদিও রবিবার ট্রাম্পের উপর হামলার পরই এক্স হ্যান্ডেলে পোস্ট করে বাইডেন স্পষ্ট করে দেন, আমেরিকায় হিংসার কোনও জায়গা নেই। কিন্তু রাজনৈতিক মহলের মতে, বাইডেনও ভালো মতো জানেন নির্বাচনের আগে কোনওরকম ভুল তাঁর জীবনে বড় বিপর্যয় ডেকে আনতে পারে। সেকারণেই সন্দেহের তালিকাতে নাম উঠে আসতেই তড়িঘড়ি দেশবাসীকে শান্ত হওয়ার আর্জি জানালেন আমেরিকার প্রেসিডেন্ট।


Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবার সন্ধেয় গড়িয়াহাটে আড্ডার আবহে প্রকাশিত হল কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন,...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version