Friday, August 22, 2025

অনন্য নজির: জেলবন্দি অবস্থায় PhD-র সুযোগ, রাজ্য সরকারকে ধন্যবাদ মাওবাদী নেতার

Date:

জেলবন্দি অবস্থায় PhD। রাজ্য সরকারের উদ্যোগী অনন্য নজির বাংলায়। রাজ্য সরকারের সদিচ্ছার জন্যই ভর্তি হতে পেরেছি। আন্তরিকভাবে রাজ্য সরকার ও কারা দফতরকে ধন্যবাদ। সোমবার, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিএইচডি-র কাউন্সেলিং-এর পরে জানালেন জেলবন্দি মাওবাদী নেতা অর্ণব দাম (Arnab Dam)। রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের (Kunal Ghosh) হস্তক্ষেপে জট কাটে। তবে, এদিন কুণাল জানান, মাওবাদী হিসেবে আইনত যা শাস্তি হওয়ার হবে। কিন্তু একজন মেধাবি ছাত্র সংশোধনাগারে থেকে যাতে উচ্চশিক্ষার সুযোগ পান, সেটাই করেছে রাজ্য।অর্ণবের কাউন্সেলিং-এর জটিলতা কাটাতে শনিবার সকালে প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ফোন করেন। বিকালেই বিশ্ববিদ্যালয়ের তরফে পিএইচডি ইতিহাসের ভর্তি প্রক্রিয়ার জন্য নোটিফিকেশন জারি করা হয়।

নিরাপত্তা, অফলাইন কোর্সওয়ার্ক কীভাবে করবে? কারা দফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন আছে কি না? বিশ্ববিদ্যালয়ের তরফে যে প্রশ্ন তোলা হয়েছিল তা নিয়ে নিশ্চিতভাবে আশ্বাস মিলতেই ভর্তি প্রক্রিয়ার জট খুলেছে বলে দাবি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের।

এরপর এদিন দুপুর ২ টো নাগাদ কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনা হয় অর্ণবকে (Arnab Dam)। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কাদম্বিনী গাঙ্গুলি ভবনে নিয়ে যাওয়া হয় মাওবাদী অর্ণব দামকে। সেখানে ইতিহাস নিয়ে পিএইচডির জন্য তাঁর কাউন্সেলিং হয়। বিকেল ৩ টে থেকে শুরু হয় কাউন্সিলিং। সাড়ে তিনটে নাগাদ ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয় অর্ণবের।

কুণাল ঘোষ জানান, মাওবাদী হিসেবে আইনত যা শাস্তি হওয়ার হবে। কিন্তু একজন মেধাবি ছাত্র সংশোধনাগারে থেকে যাতে উচ্চশিক্ষার সুযোগ পান, সেটাই করেছে রাজ্য।






Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version