লোকসভা ভোট ও বিধানসভার উপনির্বাচন পর্ব মিটতেই ফের রাজ্য পুলিশের DG পদে ফেরানো হল রাজীব কুমারকে (Rajiv Kumar)। বর্তমান ডিজিপি সঞ্জয় মুখোপাধ্যায় (Sanjay Mukharjee) ফিরলেন অগ্নিনির্বাপণ বিভাগের ডিজি পদে। এই মর্মে রাজ্যের স্বরাষ্ট্র দফতর সোমবার বিজ্ঞপ্তি জারি করেছে। লোকসভা নির্বাচনের আগে রাজীবকে পদ থেকে সরানো হয়। অবশেষে লোকসভা নির্বাচনের মাস দেড়েক পরে তাঁকে রাজ্য পুলিশের ডিজি পদে ফিরিয়ে আনা হল।
সূত্রের খবর, সাম্প্রতিক উপনির্বাচনের কারণেই এতদিন ডিজি পদে রদবদল করা হয়নি। খুব সম্প্রতি রাজ্যে আর কোনও নির্বাচনের সম্ভাবনা নেই। এখন রদবদলের পর্ব সেরে ফেলল রাজ্য।