Wednesday, August 20, 2025

কেদারের সোনা গায়েব! দিল্লিতে মন্দির হতে পারে না, দাবি শঙ্করাচার্যের

Date:

কেদারনাথের সোনা গায়েব। কেউ সেই প্রশ্ন তোলেন। আবার বিজেপি সরকার দিল্লিতে নতুন কেদার মন্দির তৈরি চেষ্টা চালাচ্ছে। এই উদ্যোগ নতুন করে দুর্নীতি করার চেষ্টা বলে দাবি জ্যোতির্মঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দের। বিজেপি সরকারের দিল্লিতে কেদারনাথের মন্দির তৈরি নিয়ে মাতামাতি শুরু হওয়ার আগেই তীব্র আক্রমণে ধর্মীয় গুরু। সেই সঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে উদ্ধব ঠাকরের ফিরে আসা উচিত বলেও দাবি করলেন তিনি।

রাজধানী দিল্লিতে কেদারনাথের মন্দির তৈরি নিয়ে প্রচার শুরু পরেই বিজেপির বিরুদ্ধে বিরোধিতার পথে নেমেছিলেন উত্তরাখণ্ডের সন্ন্যাসীরা। ধর্মীয় কারণের সঙ্গে অর্থনৈতিক কারণকে সামনে রেখে তাঁরা প্রতিবাদে সামিল হয়েছিলেন। এবার সেই পথেই দিল্লির মোদি সরকারের প্রবল বিরোধিতায় জ্যোতির্মঠের শঙ্করাচার্য। তাঁর দাবি, প্রতীকী কেদারনাথ হতে পারে না। বারোটি জ্যোতির্লিঙ্গ কোথায় কোথায় হবে তা শাস্ত্রে বলে দেওয়া রয়েছে। ঠিক তেমনই বলা রয়েছে কেদার পর্বতের শীর্ষে মহাদেবের স্থান হবে। তাকে কী করে দিল্লিতে নামিয়ে আনা সম্ভব, প্রশ্ন তোলেন তিনি।

সেই সঙ্গে তাঁর বিষ্ফোরক অভিযোগ, কেদারনাথের মন্দির থেকে ২২৮ কেজি সোনা চুরি হয়েছে। সেই দুর্নীতির কোনও সমাধান হয়নি। কেউ তা নিয়ে কোনও তদন্ত করেনি। কেউ তা প্রকাশ্যে আনছে না। কে তার জন্য দায়ী? অথচ তার পরেই দিল্লিতে আবার কেদারের মন্দির তৈরি হচ্ছে। এতে মানুষের মনে ভ্রম তৈরি হবে। এখানে আবার সোনার দুর্নীতি করবেন, প্রশ্ন তোলেন স্বামী অভিমুক্তেশ্বরানন্দ। তাঁর স্পষ্ট কথা, দিল্লিতে কেদারনাথের মন্দির হতে পারে না।

সোমবার উদ্ধব ঠাকরের বাসভবন মাতশ্রী-তে যান স্বামী অভিমুক্তেশ্বরানন্দ। সেখানেই তিনি দাবি করেন, উদ্ধব ঠাকরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে জনগণের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করা হয়েছে। হিন্দু ধর্মের রীতি অনুযায়ী বিশ্বাসঘাতকতা পাপ, সেই কথা উল্লেখ করে তিনি দাবি করেন মহারাষ্ট্রের মানুষও বুঝতে পেরেছেন উদ্ধবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।

Related articles

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: সংবিধান সংশোধনী বিল নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে শাহকে আক্রমণ অভিষেকের

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...

ডায়মন্ড হারবার না ইস্টবেঙ্গল, যুবভারতীতে আজ কার দাপট?

হাতে আর বেশি সময় নেই, এখন থেকে ঠিক দু'ঘণ্টার মাথায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ডের সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবে...
Exit mobile version