Monday, November 3, 2025

আড়িয়াদহ কাণ্ডের জের, সংবাদ মাধ্যমের সামনে নেতাদের মন্তব্যে রাশ তৃণমূলের

Date:

আড়িয়াদহে জয়ন্ত সিং কাণ্ডের দলের নির্দেশে বৈঠকে বসেছিলেন ওই এলাকার তৃণমূলের নেতৃত্ব। ছিলেন দলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় (Sougata Roy), কামারহাটির বিধায়ক মদন মিত্র, পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা প্রমুখ। বৈঠকে শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁরা জানান, যা হওয়ার হয়েছে। এখন সবটা সংশোধন করে নিতে হবে। এখন থেকে এই ধরনের ইস্যুতে সংবাদ মাধ্যমের সামনে শুধুমাত্র বক্তব্য দেবেন সৌগত রায়।

সম্প্রতি আড়িয়াদহর ত্রাস জয়ন্ত সিংহের একের পর এক কু-কীর্তি সামনে এসেছে। দাপট, ফুলেফেঁপে ওঠা- সবকিছুই সামনে এসেছে। যদিও শুরু থেকেই জয়ন্তর সঙ্গে তাঁদের ঘনিষ্ঠতার কথা অস্বীকার করে এসেছেন সৌগত রায় (Sougata Roy) কিংবা মদন মিত্র। শুধু তাই নয়, পুলিশকে তাঁরা বলেছে, জয়েন্তের যাতে কঠোরতম শাস্তি হয়, তাই কড়া ধারা দিতে।

এদিন সৌগত রায় বলেন, ”দলের বিরুদ্ধে কেউ বাইরে কিছু বলবেন না। অতীতে কোনও কিছু ভুল হলে সংশোধন করা হবে। যা হয়েছে ভুল হয়েছে, সংশোধন করে নেব, আগামীতে হবে না।” তিনি আরও বলেন, ”গোপাল বলেছে, আমিও বলছি, জয়ন্ত সিংহ এত বড় বাড়ি করেছে, আমরা জানি না। আগে যখন মারধর করেছিল, তখন গ্রেফতার হয়েছিল, দেড়মাস কাস্টডিতে ছিল জয়ন্ত।” তৃণমূল সাংসদ বলেন, ‘পুলিশ যথেষ্ট কড়া ধারা দিয়েছিল জয়ন্তর বিরুদ্ধে। পুলিশকে বলেছি জয়ন্তকে কঠোরতম শাস্তির জন্য কড়া ধারা দিতে। তৃণমূল কংগ্রেস কোনও বড় প্রোমোটারের সঙ্গে সম্পর্ক রাখবে না ”

অন্যদিকে মদন মিত্র বলেছেন, “জয়ন্তের মতো গুণ্ডার জন্যই দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এটা ভোট করায় না। ভোট করায় দলের সাধারণ কর্মীরা” কামারহাটির পুরসভার চেয়ারম্যান গোপাল সাহাও স্বীকার করেছেন যে, এত বড় বাড়ি কী করে বানাল সেই খবর তাঁদের কাছে ছিল না।

আরও পড়ুন: ভোটপর্ব মিটতেই রাজ্য পুলিশের ডিজি পদে ফেরানো হল রাজীব কুমারকে

 

 

Related articles

বিশ্বকাপ জয়ের পরই বিয়ে, মাঠেই স্মৃতিকে আলিঙ্গন প্রেমিক পলাশের, তারপর…

বিশ্বকাপ জয়ের পরই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করছেন স্মৃতি মান্ধানা।  ১৮ দিন পরই বিয়ে করছেন স্মৃতি।অবশেষে পরিণতি পাচ্ছে...

সোনার মেয়ের ঘরে ফেরার অপেক্ষায় শিলিগুড়ি

শিলিগুড়ির মেয়ের হাত ধরে বাঙালি প্রথম বার বিশ্বকাপ (world cup win 2025) হাতে ছুঁয়ে দেখল। দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে...

‘নিজের ঘরে’ ফিরলেন কানন, সঙ্গে বৈশাখীও: মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সবাইকেই আসতে হবে, মত অরূপের

ছাব্বিশের নির্বাচনের আগেই ঘর ওয়াপসি। বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে (Baisakhi Banerjee) নিয়ে তৃণমূলে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন কলকাতার প্রাক্তন মেয়র...

আর্থিক দুর্নীতির তদন্তে অনিল আম্বানির ৩০০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

রিলায়্যান্স গোষ্ঠীর চেয়ারম্যান অনিল আম্বানির (Anil Ambani) তিন হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ‘রিলায়্যান্স...
Exit mobile version