Wednesday, November 12, 2025

আইন শৃঙ্খলা রক্ষায় গিয়ে স্থানীয়দের হাতে আক্রান্ত পুলিশ। প্রতারণার জাল গোটা গ্রামকে এমনভাবে গ্রাস করেছে যে, যেকোনও উপায়ে সেই অসাধু কাজকে পুলিশ প্রশাসনের কাছ থেকে আড়ালে রাখতে তৎপর দক্ষিণ চব্বিশ পরগণার কুলতলি এলাকার জালাবেড়িয়া দুনম্বর পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ পুলিশকে লক্ষ্য করে গুলি পর্যন্ত চালানো হয় সোমবার। যদিও গুলি চালানো নিয়ে তদন্ত করে দেখছে পুলিশ।

নকল সোনার লোভ দেখিয়ে জালাবেড়িয়া দুনম্বর পঞ্চায়েত এলাকার পয়তারহাট গ্রামে প্রতারণার জাল ছড়ানো হয়। সেই জালে পা দিয়ে প্রতারিতরা গ্রামে এলে সম্মিলিতভাবে তাঁদের সব লুঠ করে নেওয়া হত, এমন অভিযোগ জানানো হয়। অভিযোগের ভিত্তিতে সোমবার পুলিশ গ্রামে গেলে প্রথমেই গ্রামবাসীরা পুলিশকে আটকায়।

পুলিশের তদন্তে উঠে আসে গোটা প্রতারণা চক্রের মূল অভিযুক্ত সাদ্দাম লস্কর নামে এক ব্যক্তি। তারই সন্ধানে সোমবার অভিযান চালায় পুলিশ। তখনই সাদ্দামের পরিবারের লোকেরা পুলিশের উপর হামলা চালায়। স্থানীয়দের অভিযোগ কমপক্ষে দু রাউন্ড গুলি চালানো হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগণার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালির দাবি, পুলিশের সামনে বন্দুক দেখানো হয়েছে। গুলি চলেছে কিনা তা তদন্ত সাপেক্ষ। তবে কোনও পুলিশকর্মী আহত হননি।

ঘটনার পরই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। গ্রেফতার করা হয় গ্রামের দুজন মহিলাকে। তবে মূল অভিযুক্ত সাদ্দাম লস্কর পলাতক। অন্যদিকে গ্রামে পুলিশের উপর হামলা চালানো অভিযুক্তরাও পলাতক। অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version