Tuesday, November 4, 2025

উল্টোরথেও কড়া সতর্কতা পুরীতে, সকাল সকাল মাহেশে পুজো দমকল মন্ত্রীর 

Date:

হিন্দু সনাতন ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রা (Rathayatra)। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে প্রতিবছর পালিত হয় এই উৎসব। দেশের বিভিন্ন প্রান্তে রথযাত্রা উৎসব পালিত হলেও পুরীর (Puri) গুরুত্ব সবচেয়ে বেশি। আর সেই উৎসবকে কেন্দ্র করেই জগন্নাথধামে (Jagannath) ভক্তদের উপচে পড়া ভিড়। সোমবার উল্টোরথ উপলক্ষে সকাল থেকেই শুরু হয়েছে তোড়জোড়। টানা ৯ দিন পর আজ মাসির বাড়ি থেকে নিজের বাসস্থানে ফিরবেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা। তবে পুরীর পাশাপাশি বাংলাতেও এদিন সকাল থেকেই জগন্নাথদেবের আরাধনায় মেতে উঠেছেন রাজ্যবাসী। কলকাতার ইসকনের পাশাপাশি হুগলির মাহেশেও উৎসব শুরু হয়েছে সকাল থেকেই। সকাল থেকে ভক্তদের ঢল নেমেছে মাহেশে (Mahesh)। এদিন সকালে মাহেশে মাসির বাড়িতে জগন্নাথ দর্শন করে পুজো দেন দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)।

তবে রথযাত্রার দিনের মতোই উল্টোরথেও পুরীতে কড়া সর্তকতা জারি করা হয়েছে। ভিড় সামলানোর জন্য ভক্তদের সমাবেশেও কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করেছে ওড়িশা সরকার। আর কিছুক্ষণের মধ্যেই দেবতাদের গুণ্ডিচা মন্দির থেকে পুরীর মন্দিরে ফিরিয়ে আনা হবে। প্রথা অনুযায়ী, মাসির বাড়ি থেকে পোড়া পিঠে খেয়ে আবার রথে চড়ে বাড়ির পথে রওনা দেবেন জগন্নাথদেব। এই যাত্রাকেই বলা হয় উল্টোরথ। এদিন সুসজ্জিত রথে বসে দেবতারা পুরীর মন্দিরে ফিরবেন। তবে উল্টোরথ যাত্রা শেষ হলেই যে মন্দিরে প্রবেশ করেন দেবদেবীরা, এমনটা কিন্তু নয়। এখানেও কিছু বিশেষ আচার ও নিয়ম রয়েছে। মন্দিরের সামনে রথের মধ্যেই একটি গোটা দিন কাটান দেবতারা। সেখানে এক বিশেষ পানীয় নিবেদন করা হয়। এই প্রথাকে বলা হয় ‘অধর পানা’। এই বিশেষ আচার পালিত হওয়ার পর, পালিত হবে নিলাদ্রী বিজে। এরপরই রথযাত্রা সম্পন্ন হবে।

চলতি বছরের পুরীর রথযাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দু’দিন ধরে পালিত হয়েছে রথযাত্রা উৎসব। ৫৩ বছর পর বিরল কাকতালীয় ঘটনা ঘটে রথযাত্রায় দিন। এবার সকালের পরিবর্তে সন্ধ্যায় শুরু হয় রথযাত্রা উৎসব।


Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version