Thursday, December 4, 2025

বিশেষভাবে সক্ষমদের অপমান, হরভজন-যুবরাজদের বিরুদ্ধে থানায় দায়ের অভিযোগ

Date:

Share post:

ক্ষমা চেয়েও কাজ হল না। হরভজন সিং,যুবরাজ সিং,সুরেষ রায়নার বিরুদ্ধে দায়ের করা হল এফআইআর। সম্প্রতি লেজেন্ডস টি-২০ চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হওয়ার পর, ‘তবা তবা’ গানের সঙ্গে রিল তৈরি করেছিলেন তাঁরা। সেই রিলে প্রতিবন্ধীদের মতো হাঁটাচলা করেন তাঁরা। সেই ভিডিও পোস্ট হতেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যা করে বিপাকে হরভজনেরা। এমনকি এই ঘটনার পর নিজের সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চান ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং।

ঘটনার সূত্রপাত পাকিস্তানের বিরুদ্ধে লেজেন্ডদের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর। সেই দলে ছিলেন সুরেশ রায়না, হরভজন সিং, যুবরাজ সিংয়ের মতো কিংবদন্তিরা। পাকিস্তানের বিরুদ্ধে ৫ উইকেটে ম্যাচ জেতার পর উৎসবে মাতেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় রিলে ‘তওবা তওবা’ গানের সঙ্গে বিশেষভাবে সক্ষমদের মতো সাজঘরে প্রবেশ করেন তিন তারকা। আর এরপরই সমালোচনার মুখে পড়েন প্রাক্তনীরা ।

এই নিয়ে প্রতিবন্ধিদের নিয়ে কাজ করা একটি সংস্থা এনসিপিইডিপির কর্তা আরমান আলি নয়াদিল্লির অমর কলোনি থানায় অভিযোগ করেছেন। তিনি বলেন, “ যখন আমি ওই ভিডিওটা দেখি, তখন মনে হয়েছিল হরভজন সিং, যুবরাজ সিং, সুরেশ রায়নারা বিশেষভাবে সক্ষমদের ব্যঙ্গ করছেন। আমি মনে করি, এটা দেশের ১০ কোটি বিশেষভাবে সক্ষম মানুষদের অপমান করা হয়েছে। হরভজন একজন সাংসদ। তাঁর উচিত দিব্যাঙ্গদের হয়ে কথা বলা। আর সেখানে উনি এই ধরনের ভিডিও বানাচ্ছেন।”

যদিও এই ভিডিওর পর ক্ষমা চেয়েছিলেন হরভজন সিং। তিনি, নিজেদের ভুল বুঝতে পেরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, “ইংল্যান্ডে প্রতিযোগিতা জেতার পর আমরা কয়েক জন ‘তবা তবা’ গানের সঙ্গে একটা রিল তৈরি করেছিলাম। সেই রিল নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ তৈরি হয়েছে। কারও মনে আঘাত দিতে চাইনি আমরা। প্রত্যেক এবং সব ধরনের মানুষকে আমরা শ্রদ্ধা করি। আমরা শুধু ১৫ দিন ক্রিকেট খেলার পর নিজেদের ক্লান্ত শরীরের অবস্থা বোঝাতে চেয়েছিলাম। কাউকে অপমান করতে চাইনি আমরা। তবু যদি মানুষের মনে হয় আমরা ভুল করেছি, তাহলে সকলের কাছে দুঃখপ্রকাশ করছি। অনুরোধ করব এই সংক্রান্ত আলোচনা বন্ধ করে সামনে দিকে তাকানোর। সবাই সুস্থ এবং আনন্দে থাকুন। সকলের প্রতি ভালবাসা থাকল।“

আরও পড়ুন- ইউরো কাপ হারতেই কোচের পদ থেকে সরে দাঁড়ালেন ইংল্যান্ড কোচ সাউথগেট


spot_img

Related articles

বচ্চন পরিবারকে বয়কটের দাবি মায়ানগরীর ফটোগ্রাফারদের!

ছবি শিকারীদের অপমান, যোগ্য জবাব পেলেন বলিউডের বর্ষীয়ান 'অ্যাংরি উইম্যান' জয়া বচ্চন (Jaya Bachchan)। এবার তিনিসহ গোটা বছর...

আজ বহরমপুরে মুখ্যমন্ত্রীর সভা, তৃণমূল সুপ্রিমোর বার্তা শুনতে রেকর্ড জমায়েতের সম্ভাবনা

জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে এসআইআর (SIR) পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যে...

হেমন্ত সোরেন যোগ দিচ্ছেন NDA-তে! জবাব দিলেন কংগ্রেসের বেণুগোপাল

পাঁচদিনের জন্য দিল্লি গিয়েছিলেন হেমন্ত সোরেন। এমন নয় প্রথমবার। তাতেই গোদি মিডিয়া তা নিয়ে নানা গুঞ্জন শুরু করে...

কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন! দ্রুত কমছে এসআইআর-এ ভোটারহীন বুথ 

এসআইআর-এর ভোটারহীন বা ‘শুষ’ বুথগুলির সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে যে সংখ্যা ছিল ২২০৮,...