ইসলামপুরে তৃণমূল নেতার মৃ.ত্যুর ঘটনায় গ্রে.ফতার এক

তাকে গ্রেফতার করেছে ইসলামপুর থানার পুলিশ

0
2

ইসলামপুরে আততায়ীর গুলিতে নিহত তৃণমূল নেতার মৃত্যুর ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করল পুলিশ। বাপি রায়ের খুনে গ্রেফতার করা হল শিলিগুড়ির ফাঁসিদেওয়া এলাকার অনিকেত সরকারকে। তাকে গ্রেফতার করেছে ইসলামপুর থানার পুলিশ।শনিবার ইসলামপুরের শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী বাপি রায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও সেই ইসলামপুরেই পঞ্চায়েত সদস্যার বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটল। পরপর এই ধরনের ঘটনায় আতঙ্কিত শাসকদলের কর্মী সমর্থকরা।

গত পঞ্চায়েত নির্বাচনে চোপড়া বিধানসভার অধীন এই গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে কোন্দল এতটাই তীব্র ছিল যে কাউকেই টিকিট দেওয়া হয়নি। সবাই লড়াই করেছিলেন নির্দল হয়ে। বিরোধীদের দাবি, কানাইয়ালাল আগরওয়াল ও হামিদুল ইসলামের অনুগামীদের মধ্যেই এই বিবাদ। নির্দল হয়ে জিতে ওই পঞ্চায়েত দখল করেন কানাইয়ালালের অনুগামীরা।