Tuesday, November 4, 2025

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর শহরে চিহ্নিত ৯৫০ পার্কিং স্পট, রাখা যাবে ১৪ হাজার গাড়ি

Date:

শহরের বুকে বেআইনি পার্কিং মানা হবে না। সরিয়ে ফেলতে হবে সমস্ত বেআইনি পার্কিং। বৈধ পার্কিংয়ের (Car Parking) জন্য নতুন জায়গা চিহ্নিত করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দেওয়ার এক মাসের মধ্যে শহরের পার্কিং জটিলতা অনেকটাই দূর হল। কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশের যৌথ সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, শহরে ৯৫০টি পার্কিং জোন চিহ্নিত করা হয়েছে। সেখানে সবমিলিয়ে একই সময়ে ১৪ হাজার গাড়ি রাখা যাবে।

কলকাতা পুলিশ সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর প্রাথমিকভাবে বেআইনি পার্কিং লট চিহ্নিত করতে শুরু করেছিল কলকাতা পুরসভা ও লালবাজার। তারা যৌথভাবে ২৮টি রাস্তা চিহ্নিত করে। লালবাজারের দাবি, সেই সমস্ত এলাকা থেকে বেআইনি পার্কিং তুলে দেওয়া হয়েছে।

অন্যদিকে কলকাতা পুরসভার পার্কিং (Car Parking) বিভাগ সূত্রে জানা গিয়েছে, শহরের ৮০০ রাস্তায় পুরসভা স্বীকৃত পার্কিংয়ের জায়গায় ১১ হাজার গাড়ি রাখা যায়। তবে আদতে সেই নিয়ম মানা হয় না। তবে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শহরের বিভিন্ন রাস্তা সমীক্ষা করেন আধিকারিকরা। সমীক্ষার পর নতুন করে আরও ১৫০টি এলাকা চিহ্নিত হয়। কলকাতা পুরসভার হিসেব বলছে, ১৫০ জায়গায় আরও তিন হাজার গাড়ি রাখার ব্যবস্থা করা হবে। সব মিলিয়ে শহরে মোট ৯৫০টি পার্কিং এলাকা তৈরি করা হচ্ছে।

একইভাবে ইএম বাইপাসেও পার্কিং এলাকা তৈরি প্রস্তাব করেছে কলকাতা পুরসভা। ২৪টি লোকেশনে নতুনভাবে পার্কিং লট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সেই এলাকায় মোট ৪০০টি গাড়ি রাখা যাবে। পুলিসের কাছেও তালিকা পাঠানো হয়েছে। পুরসভা সূত্রে খবর, বাইপাসের বিষয়ে এখনও পর্যন্ত লালবাজার কোনও অনুমতি দেয়নি।

আরও পড়ুন: ট্রাক্টরের সঙ্গে ধাক্কা তীর্থযাত্রী বোঝাই বাসের! মৃত ৫, আহত ৪৫

 

Related articles

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...

পাখির চোখ মহিলা ভোটব্যাঙ্ক: ক্ষমতায় এলে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি তেজস্বীর

পথিকৃত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন ভাবে দিচ্ছে দেশের অন্যান্য কয়েকটি রাজ্যের...

প্রয়াণ দিবসে সুব্রতকে স্মরণ, দীর্ঘদিনের সৈনিককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

দক্ষ প্রশাসক, বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের( Subrata Mukharjee) আজ প্রয়াণ দিবস। তাঁর প্রয়াণ দিবসে উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও...

শতবর্ষে ঋত্বিক, কিংবদন্তি পরিচালককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

শতবর্ষে বিশিষ্ট চিত্র পরিচালক ঋত্বিক ঘটক(Ritwik Ghatak)। কিংবদন্তি পরিচালকের জন্মশতবর্ষে নিজের সোশ্যাল হ্যান্ডেলে তাঁকে শ্রদ্ধা জানালেন তৃণমূল কংগ্রেসের...
Exit mobile version