মিথ্যে বয়ানে পুলিশের চাপ! সাংবাদিক গৌরি লঙ্কেশ খুনে চাঞ্চল্যকর দাবি অভিযুক্তের

কর্নাটক কন্ট্রোল অফ অর্গানাইজড অ্যাক্টের বিশেষ আদালতে নিজের ছয় বছর আগে দেওয়া বয়ানের পুরো উল্টো দাবি করেন মাদেতিরা

চাপ দিয়ে মিথ্যে বয়ান দিতে বাধ্য করেছিল পুলিশ। আদালতে হঠাৎ সাংবাদিক গৌরি লঙ্কেশ খুনে অন্যতম অভিযুক্ত মাদেতিরা থিম্মাইয়া দাবি করেন তাঁকে চাপ দিয়ে অরেক অভিযুক্ত বাঙ্গেরার নামে একাধিক তথ্য জানার দাবি করানো হয়। ২০১৮ সালে দেওয়া নিজের বয়ান আদালতে অস্বীকার করেন মাদেতিরা।

সম্প্রতি কর্নাটক কন্ট্রোল অফ অর্গানাইজড অ্যাক্টের বিশেষ আদালতে নিজের ছয় বছর আগে দেওয়া বয়ানের পুরো উল্টো দাবি করেন মাদেতিরা। তিনি ২০১৮ সালে বলেছিলেন অভিযুক্ত বাঙ্গেরা মহারাষ্ট্রের কয়েকজন যুবকের সঙ্গে যোগাযোগ রাখছেন ও তাঁরা মাদেতিরার অফিসে মাঝেমাঝে আসেন বলে যে বয়ান তিনি দিয়েছিলেন, এখন সেই বয়ান তিনি অস্বীকার করেন। এমনকি দাবি করেন, তাঁকে ২০১৮ সালে পুলিশ ও সিআইডি-র হুমকির মুখেও পড়তে হয়।

অন্যদিকে মঙ্গলবার কর্ণাটক হাইকোর্ট এই ঘটনায় অভিযুক্ত তিনজনের জামিন মঞ্জুর করে। ২০১৭ সালের খুনের এই ঘটনায় তদন্তের ফলাফলের দেরির দাবি তুলে জামিনের আবেদন করা হলে নায়ক নামের এক অভিযুক্তের জামিন মঞ্জুর হয়েছিল। সেই সূত্র ধরেই প্রায় ছয়মাস পরে আরও দুইজনের জামিন মঞ্জুর করল হাইকোর্ট।