Monday, August 25, 2025

ভার্চুয়ালি ‘তিন তালাক’ দুবাইয়ের রাজকুমারীর! শুভেচ্ছা আমজনতার

Date:

জীবনসঙ্গীর পরকীয়া সহ্য করতে না পেরে এবার বিবাহ বিচ্ছেদের ঘোষণা দুবাইয়ের রাজকুমারীর (Dubai Princess)। সংযুক্ত আরব আমিরশাহির প্রধানমন্ত্রীর কন্যা শাইখা মাহরা বিন্ত মহম্মদ বিন রশিদ আল মাকতুম (Sheikha Mahra bint Mohammed bin Rashid Al Maktoum) নিজের ইনস্টাগ্রামে স্বামীকে সটান তিন তালাক দিলেন। তাঁর অভিযোগ মেয়ের জন্মের পরেও তাঁর স্বামী শেখ মানা বিন মহম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমের অন্য মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক মেনে নেওয়া যায়না। সেই কারণেই রাজকুমারীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দুবাইয়ের আমজনতা।

শাইখা মহিলাদের ক্ষমতায়ন নিয়ে নানা কাজ করেন। মাসদুয়েক আগে প্রথম সন্তানের জন্ম দেন। সদ্যোজাত কন্যাকে নিয়ে দম্পতির ছবি ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। কিন্তু এরপর থেকেই নাকি দুজনের মধ্যে সম্পর্ক ক্রমশ খারাপ হতে থাকে। জল্পনা ছড়ায় যে এবার বিবাহবিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন রাজকুমারী। কিছুদিন আগেই ইন্সটা থেকে শাইখা এবং তাঁর স্বামী একে অপরকে আনফলো করেন এবং পরবর্তীতে ডিলিট করে দেন। এরপর সেই ইন্সটাগ্রামেই তিন তালাকের ঘোষণা করেন শাইখা। তিনি লেখেন, ‘প্রিয় স্বামী, যেহেতু তুমি অন্য সঙ্গীদের নিয়েই বেশি ব্যস্ত, তাই আমি বিবাহবিচ্ছেদ ঘোষণা করছি। ডিভোর্স দিলাম, ডিভোর্স দিলাম, ডিভোর্স দিলাম। ভালো থেকো, ইতি তোমার প্রাক্তন স্ত্রী।’ নেটিজেনদের অনেকেই অবশ্য প্রশ্ন তুলেছেন যে আদৌ কি এইভাবে বিচ্ছেদ করা যায়। আমজনতা অবশ্য রাজকুমারীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।


Related articles

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...
Exit mobile version