উদ্ধবের পথেই একনাথ! গদি বাঁচাতে ঘোষণা নতুন ভাতা

খয়রাতি করার মতো পরিস্থিতিই নেই। সেই অবস্থায় যেখানে বেকার সমস্যায় জেরবার মহারাষ্ট্রের যুব সম্প্রদায়ের হাতে ভাতা তুলে দেওয়া দরকার, সেখানে সরকার মহিলাদের ভাতা

কয়েক সপ্তাহ আগেই মহারাষ্ট্রের একনাথ শিণ্ডে সরকারের সমালোচনা করে রাজ্যের যুবসম্প্রদায়ের জন্য ভাতার দাবি করেন। কয়েক সপ্তাহের মধ্যেই রাজ্যের যুব সম্প্রদায়ের জন্য ভাতার ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। বিধানসভা নির্বাচনের আগে খোলা হাতে দান খয়রাতি করতে শুরু করেছে এনডিএ জোট সরকার। তাতে নতুন সংযোজন লাডলা ভাই যোজনা।

বিধানসভা নির্বাচনের আগে বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে লাডলি বেহেনা যোজনার ঘোষণা করেন একনাথ শিণ্ডে। এই যোজনার ঘোষণা করে ২০২৩ বিধানসভা নির্বাচনে ব্যাপক সাফল্যের মুখ দেখেছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার। সেই পথেই হেঁটেছে একনাথ শিণ্ডের সরকারও।

শিণ্ডের এই ঘোষণার পরেই সমালোচনায় সরব হন শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে। তিনি দাবি করেন, আদতে মহারাষ্ট্র সরকার দেউলিয়া। খয়রাতি করার মতো পরিস্থিতিই নেই। সেই অবস্থায় যেখানে বেকার সমস্যায় জেরবার মহারাষ্ট্রের যুব সম্প্রদায়ের হাতে ভাতা তুলে দেওয়া দরকার, সেখানে সরকার মহিলাদের ভাতা দিয়ে ভোটের বাজারে ফায়দা তুলতে চেষ্টা করছে। এমনকি বিরোধী জোট সরকার ক্ষমতায় থাকলে তাঁরা যুবদের ভাতা দেওয়ার ব্যবস্থা করতেন বলেও দাবি করেন।

সেই পরিস্থিতিতে ফের এক ভাতার ঘোষণা একনাথ সরকারের। মহিলা ভোটারদের নিজেদের পক্ষে টানার পরে এবার রাজ্যের যুব সম্প্রদায়ের দিকে হাত বাড়ালো শিণ্ডে সরকার। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করার পরেই যুবরা পাবেন মাসিক ৬ হাজার টাকা করে। ডিপ্লোমা সার্টিফিকেটধারীরা পাবেন মাসিক ৮ হাজার টাকা করে। স্নাতক পাশ করলে পাবেন মাসিক ১০ হাজার টাকা প্রতি মাসে।

Previous articleপ্রো পাঞ্জা লিগে নতুন ফ্র্যাঞ্চাইজি শ্রাচী স্পোর্টস, লড়বে শ্রাচী রাঢ় বেঙ্গল টাইগার্স
Next articleকম খরচে মিলবে উন্নত পরিষেবা, এবার পিপিপি মডেলে বাস চালাবে রাজ্য