Saturday, August 23, 2025

উদ্ধবের পথেই একনাথ! গদি বাঁচাতে ঘোষণা নতুন ভাতা

Date:

Share post:

কয়েক সপ্তাহ আগেই মহারাষ্ট্রের একনাথ শিণ্ডে সরকারের সমালোচনা করে রাজ্যের যুবসম্প্রদায়ের জন্য ভাতার দাবি করেন। কয়েক সপ্তাহের মধ্যেই রাজ্যের যুব সম্প্রদায়ের জন্য ভাতার ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। বিধানসভা নির্বাচনের আগে খোলা হাতে দান খয়রাতি করতে শুরু করেছে এনডিএ জোট সরকার। তাতে নতুন সংযোজন লাডলা ভাই যোজনা।

বিধানসভা নির্বাচনের আগে বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে লাডলি বেহেনা যোজনার ঘোষণা করেন একনাথ শিণ্ডে। এই যোজনার ঘোষণা করে ২০২৩ বিধানসভা নির্বাচনে ব্যাপক সাফল্যের মুখ দেখেছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার। সেই পথেই হেঁটেছে একনাথ শিণ্ডের সরকারও।

শিণ্ডের এই ঘোষণার পরেই সমালোচনায় সরব হন শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে। তিনি দাবি করেন, আদতে মহারাষ্ট্র সরকার দেউলিয়া। খয়রাতি করার মতো পরিস্থিতিই নেই। সেই অবস্থায় যেখানে বেকার সমস্যায় জেরবার মহারাষ্ট্রের যুব সম্প্রদায়ের হাতে ভাতা তুলে দেওয়া দরকার, সেখানে সরকার মহিলাদের ভাতা দিয়ে ভোটের বাজারে ফায়দা তুলতে চেষ্টা করছে। এমনকি বিরোধী জোট সরকার ক্ষমতায় থাকলে তাঁরা যুবদের ভাতা দেওয়ার ব্যবস্থা করতেন বলেও দাবি করেন।

সেই পরিস্থিতিতে ফের এক ভাতার ঘোষণা একনাথ সরকারের। মহিলা ভোটারদের নিজেদের পক্ষে টানার পরে এবার রাজ্যের যুব সম্প্রদায়ের দিকে হাত বাড়ালো শিণ্ডে সরকার। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করার পরেই যুবরা পাবেন মাসিক ৬ হাজার টাকা করে। ডিপ্লোমা সার্টিফিকেটধারীরা পাবেন মাসিক ৮ হাজার টাকা করে। স্নাতক পাশ করলে পাবেন মাসিক ১০ হাজার টাকা প্রতি মাসে।

spot_img

Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...