Wednesday, December 17, 2025

মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারিতে স্বস্তি সবজির দামে, ফের পর্যালোচনা বৈঠক নবান্নে

Date:

মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর শাকসবজির বাজারদর কিছুটা কমেছে। খোলা বাজারে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে আগামীতেও নজরদারি চালিয়ে যাওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বাজারদর নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দশ দিনের সময়সীমা বেধে দেন। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন ১০ দিনের মধ্যে আনাজপাতির দাম কমাতে হবে এবং সাত দিন অন্তর এই দফতরগুলিকে নিয়ে বৈঠক করতে হবে। তার সেই নির্দেশের পর অষ্টম দিনে এদিন ফের পর্যালোচনা বৈঠকে বসেছিলেন মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা। অর্থ দফতর, কৃষি দফতর, কৃষি বিপনন দফতর, উদ্যান পালন, পঞ্চায়েত সহ ১১ টি দফতরার প্রতিনিধিরা ছিলেন বৈঠকে। এছাড়া রাজ্য পুলিশের ডিজি , এডিজি আইন শৃঙ্খলা, ইবি, কলকাতা পুরসভার কমিশনার প্রমুখও ছিলেন। বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপারদের ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেন।

মুখ্যমন্ত্রীর বৈঠকের পর থেকেই বিভিন্ন বাজারে বাজারে ঘুরে দ্রব্যমূল্য তথা বাজারদর যাচাই করতে দেখা গিয়েছে টাস্ক ফোর্সের সদস্যদের । বিভিন্ন ক্ষেত্রে তাঁরা শহর থেকে জেলা বিভিন্ন জায়গায় ঘুরে মধ্যসত্ত্বভোগী অর্থাৎ মিডলম্যানদের যোগ এবং যার কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে তা নিয়েও খোঁজ নিয়েছেন । এদিনের বৈঠকে সকলের তরফেই একটা রিপোর্ট তুলে দেওয়া হয় মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকাকে । সেখানে তাঁরা জানিয়েছেন রাজ্য সরকারের সক্রিয়তায় দাম কিছুটা কমেছে। দাম নিয়ন্ত্রণে আগামী দিনে অভিযান চালিয়ে যাওয়া হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সুফল বাংলা স্টলের সংখ্যা আরো বাড়ানোরও পরিকল্পনা নেওয়া হয়েছে। ন্যায্য মূল্যে মানুষের কাছে নিত্যপ্রয়োজনীয় শাকসবজি পৌঁছে দিতে স্বনির্ভর গোষ্ঠী গুলিকে ব্যবহার করার ব্যাপারে রাজ্য সরকার ভাবনা চিন্তা করছে বলে খবর নবান্ন সূত্রে।

বৈঠক প্রসঙ্গে টাস্কফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে পরে জানান, “মুখ্যমন্ত্রীর বৈঠকের পর থেকে এই মুহূর্তে কাঁচা সবজি থেকে ফল, মাছ সবকিছুর দাম ৩০ থেকে ৪০ শতাংশ কমেছে । তবুও এখনও কিছু অসাধু ব্যবসায়ী মুনাফার জন্য বেশি দামে বিক্রি করছে ৷ আমরা গোটা বিষয়টি নজরে এনেছি । আশা করছি, কিছুদিনের মধ্যেই দাম আরও কিছুটা কমে যাবে ।”

আরও পড়ুন- জয়েন্ট সিএসআইআর ইউজিসি নেটের পরীক্ষার দিনক্ষণ প্রকাশ, শুরু কবে?

 

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version