বুধবার মহরম। কলকাতায় মুসলিম সম্প্রদায় তাজিয়া বার করে। শহর জুড়ে হয় একাধিক মিছিল। কিন্তু পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে, বিশৃঙ্খলা তৈরি যাতে না হয় তার জন্যই তৎপর থাকবে পুলিশ। কলকাতা পুলিশের তরফ থেকে জানান হয়েছে শহরজুড়ে ৪ হাজার পুলিশ কর্মী মোতায়েন থাকবে।
কলকাতা পুলিশ জানিয়েছে স্পর্শকাতর এলাকা চিহ্নিত করা হয়েছে। সেই স্থানগুলিতে থাকবে পুলিশ পিকেট। ২০০টি পুলিশ পিকেটিং থাকবে শহরে। কলকাতা পুলিশের পেট্রোলিং গাড়ি শহরে টহল দেবে।
লাল বাজার সূত্রের খবর মহরমের দিনে পাঁচটি বড় তাজিয়া বের হওয়ার কথা হয়েছে। পর্তুগিজ চার্চ থেকে শুরু করে ক্যানিং স্ট্রিট, লালবাজার, বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে একটি তাজিয়া যাবে শিয়ালদহে। শামসুর হুদা ও রাজাবাজার এলাকা থেকে বার হবে তাজিয়া। লুতলা থেকে শুরু করে রবীন্দ্র সরণী, ডোরিনা ক্রসিং, খিদিরপুর, ওয়াটগঞ্জ হয়ে আরও একটি তাজিয়া পৌঁছবে সাহেবপুরে।
মহরমের দিন যাতে শহরে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি না হয় তারজন্য উচ্চপদস্থ আধিকারিকরা সতর্ক থাকবেন। ডেপুটি কমিশনার অব পুলিশ, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশরা রাস্তাতেই থাকবেন।