Thursday, August 28, 2025

বুধবার মহরম। কলকাতায় মুসলিম সম্প্রদায় তাজিয়া বার করে। শহর জুড়ে হয় একাধিক মিছিল। কিন্তু পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে, বিশৃঙ্খলা তৈরি যাতে না হয় তার জন্যই তৎপর থাকবে পুলিশ। কলকাতা পুলিশের তরফ থেকে জানান হয়েছে শহরজুড়ে ৪ হাজার পুলিশ কর্মী মোতায়েন থাকবে। লালবাজার জানিয়েছে, কলকাতায় পুলিশের অধীন এলাকায় ২৩০টি মিছিল বের হবে। ১২টি বড় মিছিল বের হবে।

কলকাতা পুলিশ জানিয়েছে স্পর্শকাতর এলাকা চিহ্নিত করা হয়েছে। সেই স্থানগুলিতে থাকবে পুলিশ পিকেট। ২০০টি পুলিশ পিকেটিং থাকবে শহরে। কলকাতা পুলিশের পেট্রোলিং গাড়ি শহরে টহল দেবে।
লাল বাজার সূত্রের খবর মহরমের দিনে পাঁচটি বড় তাজিয়া বের হওয়ার কথা হয়েছে। পর্তুগিজ চার্চ থেকে শুরু করে ক্যানিং স্ট্রিট, লালবাজার, বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে একটি তাজিয়া যাবে শিয়ালদহে। শামসুর হুদা ও রাজাবাজার এলাকা থেকে বার হবে তাজিয়া। লুতলা থেকে শুরু করে রবীন্দ্র সরণী, ডোরিনা ক্রসিং, খিদিরপুর, ওয়াটগঞ্জ হয়ে আরও একটি তাজিয়া পৌঁছবে সাহেবপুরে। এছাড়াও কলকাতা শহরজুড়ে মহরমের দিন আরও একাধিক তাজিয়া বের হওয়ার কথা রয়েছে। প্রতিটি তাজিয়াকে এসকর্ট করবেন স্থানীয় থানার পুলিশকর্মীরা। মিছিল যেখানে শেষ হবে সেখানে দায়িত্বে থাকবে একজন করে ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক। তাজিয়ার পথের যান নিয়ন্ত্রণের দায়িত্বে থাকছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ।

মহরমের দিন যাতে শহরে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি না হয় তারজন্য উচ্চপদস্থ আধিকারিকরা সতর্ক থাকবেন। ডেপুটি কমিশনার অব পুলিশ, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশরা রাস্তাতেই থাকবেন। মেটিয়াবুরুজ, ওয়াটগঞ্জ এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

 

Related articles

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...
Exit mobile version