ফের অশান্ত হয়ে উঠল যোগীরাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh)! একেই সেখানে নারী নিরাপত্তা প্রশ্নের মুখে, এবার আইন শৃঙ্খলা (Law and Order) পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। সূত্রের খবর পারিবারিক বিবাদ মেটাতে থানায় এসেছিলেন মা (Mother)ও ছেলে (Son)। অভিযোগ, সেখানেই মায়ের গায়ে আগুন ধরিয়ে দেন তাঁরই পুত্র। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আলিগড়ের (Aligarh)খাইর থানা এলাকায়। তবে এদিন বিষয়টি প্রকাশ্যে আসতেই থানার মধ্যে রীতিমতো দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। এরপর পুলিশ কর্মীরাই বালতি করে জল দিয়ে মহিলার গায়ের আগুন নেভানোর চেষ্টা করেন। ইতিমধ্যে সেই ভয়াবহ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ।

এদিন পুলিশের কাছে কোনও সুরাহা না পেয়ে মায়ের গায়ে আচমকাই পেট্রল ঢেলে দেন অভিযুক্ত গৌরব। তারপর কেউ কিছু বুঝে ওঠার আগেই মহিলার হাতে থাকা একটি লাইটার নিয়ে আগুন ধরিয়ে দেন। দাউ দাউ করে জ্বলতে থাকেন ওই মহিলা। তড়িঘড়ি পুলিশকর্মীরা সেই আগুন নিভিয়ে মহিলাকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু, ততক্ষণে মহিলার শরীরের ৪০ শতাংশ ঝলসে যায় বলে খবর। তবে এদিন তড়িঘড়ি মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হলেও তাঁকে বাঁচানো যায়নি। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। ঘটনায় ইতিমধ্যে ঘাতক ছেলে গৌরবকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।