ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদী হামলা! IED বিস্ফোরণে শহিদ ২ জওয়ান, জখম চার 

মহারাষ্ট্রের গড়চিরোলির পর এবার ছত্তিশগড়ের (Chattisgarh )বীজাপুর (Bijapur)। ২৪ ঘণ্টাও কাটেনি মহারাষ্ট্রে (Maharashtra) গুলির লড়াইয়ে নিহত হয়েছে ১২ মাওবাদী। এরই মধ্যে এল দুঃসংবাদ, বৃহস্পতিবার ছত্তিশগড়ের বিজাপুর জঙ্গলে নিরাপত্তা বাহিনীর উপর আইইডি হামলা মাওবাদীদের। বিস্ফোরণে শহিদ হয়েছেন যৌথবাহিনীর দুই জওয়ান। গুরুতর আহত আরও ৪। জেলার সরকারি হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে বলে খবর।

শহিদ জওয়ানরা হলেন ছত্তিশগড় টাস্ক ফোর্সের হেড কনস্টেবল ভরত লাল সাহু এবং কনস্টেবল সতের সিং। মাওবাদীদের খোঁজে জোর কদমে চলছে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ ও সিরিপিএফ এর যৌথবাহিনী। এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। এই আইইডি ব্লাস্টটি ঘটেছে বুধবার রাতে তারেম থানা এলাকার অন্তর্গত মন্দিমার্কার জঙ্গলে এই আইইডি বিস্ফোরণ ঘটে।

সূত্রের খবর, এদিন মাওবাদী দমন অভিযান সেরে ফেরার পথে বিস্ফোরণের কবলে পড়ে প্রাণ হারান দুই জওয়ান। এছাড়াও গুরুতর আহত হয়েছেন পুরুষোত্তম নাগ, কোমল যাদব, সিয়ারাম সোরি এবং সঞ্জয় কুমার নামে আরও চার জওয়ান। তবে সকলকেই এয়ারলিফ্ট করে রায়পুরে নিয়ে আসার বন্দোবস্ত করা হচ্ছে বলে খবর।


Previous articleসন্দেশখালি নিয়ে লম্ফঝম্ফ, পর্যালোচনা বৈঠকে দেখা নেই মোদির ‘বাহাদুর বেটি’ রেখা পাত্রর
Next articleYSR কংগ্রেসের যুব নেতাকে রাস্তায় কুপিয়ে খুন, অন্ধ্র প্রদেশে জারি কড়া সতর্কতা