Thursday, November 6, 2025

টিম ইন্ডিয়ার কোচ পদে এগিয়ে হাবাস, পিছিয়ে নেই মোহনবাগানের আরেক প্রাক্তন কোচ সঞ্জয় সেনও

Date:

এই মুহুর্তে টিম ইন্ডিয়ার কোচ পদ ফাঁকা। চলছে কোচের খোঁজ। আর এরই মধ্যে জানা যাচ্ছে, ভারতীয় দলের কোচ হওায়র জন্য আবেদন করেছেন সঞ্জয় সেন। মোহনবাগানকে আই লিগ এনে দেওয়া এই কোচ ভারতীয় ফুটবল দলের দায়িত্ব পাওয়ার ব্যাপারে আশাবাদী। সূত্রের খবর বাজেট কম থাকায় ফেডারেশন ভারতীয় কোনও কোচকেও এই দায়িত্ব দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। ২০ জুলাই ফেডারেশনের কার্যকরী কমিটির মিটিংয়ে জাতীয় কোচের বিষয়টি উঠতে পারে।

সূত্রের খবর, ভারতীয় ফুটবল দলের কোচ হওয়ার জন্য পাঁচ জনের নাম নিয়ে চলছে আলোচনা। এই তালিকায় রয়েছেন বাঙালি সঞ্জয় সেনও। এই পাঁচজনের তালিকায় রয়েছেন মোহনবাগান সুপার জায়ান্টের প্রাক্তন কোচ আন্তনিও লোপেজ হাবাসও। তবে ফেডারেশনের কার্যকরী কমিটির অনেক সদস্যের মত, জাতীয় কোচের পদে অবশ্যই ভালো মানের বিদেশি কোচ রাখা উচিত। সেক্ষেত্রে তাদের মত হল, আইএসএলের ক্লাবগুলিই তাদের চিফ কোচ হিসেবে কোনও ভারতীয় কোচকে রাখতে রাজি নয়, সেখানে জাতীয় কোচের চেয়ারে কোনও ভারতীয় কোচ রাখলে ভবিষ্যতের পথে এগোনো মুশকিল হবে। ফেডারেশনের শর্টলিস্টে ওড়িশা এবং নর্থ ইস্টের প্রাক্তন কোচের নামও রয়েছে।

সঞ্জয় সেন যদিও আশাবাদী ভারতীয় ফুটবল দলের কোচ হওয়ার ব্যাপারে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অবশ্যই আমি আশাবাদী। কলিন টোলের সময় বয়সভিত্তিক দলের কোচিং করেছি। সবার আশা থাকে সিনিয়র দলের কোচিং করানোর। এর আগেও আমি আবেদন করেছি। এখন দেখা যাক।’ শুধু আই লিগে নয়, আইএসএল-এও মোহনবাগানের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। ফলে এই বাঙালি কোচকে বেছে নেওয়া হতেই পারে।

তবে সমস্যায় পড়েছে ফেডারেশন। চুক্তি অনুসারে প্রাক্তন কোচ ইগর স্টিম্যাচ টাকা না পেলে সেই সমস্যা আরও বাড়তে পারে। যতদূর শোনা যাচ্ছে, চুক্তিমতো পুরো বেতন চেয়েই ফিফার কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ইগর স্টিম্যাচ । তাঁকে পুরো বেতন দিতে হলে প্রায় পাঁচ থেকে ছয় কোটি টাকার মতো আর্থিক ক্ষতির মুখে পড়বে ফেডারেশন। যা সামলানোর ক্ষমতা এই মুহূর্তে এআইএফএফের নেই। ইগর স্টিম্যাচও পুরো বিষয়টি শেষ না দেখে ছাড়তে চাইছেন না।

আরও পড়ুন- কোচ হওয়ারর প্রধান নির্বাচক-বোর্ড সচিবের সঙ্গে বৈঠক গম্ভীরের , কী নিয়ে হলো আলোচনা ?

 


Related articles

হতভম্ব পুলিশ! নয়ডার অভিজাত এলাকার নর্দমায় মহিলার মুণ্ডহীন নগ্নদেহ উদ্ধার

বৃহস্পতিবার সকালে ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল নয়ডার (Noida) এক অভিজাত এলাকা। আজ, সকালে সেক্টর ১০৮–এর নর্দমা থেকে উদ্ধার...

বিহারে প্রথমদফায় নির্বাচনে বেলা গড়াতেই অশান্তি, উপমুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা

বিহারে (Bihar) প্রথমদফায় নির্বাচন শান্তিপূর্ণভাবে শুরু হলেও, বেলা গড়াতেই অশান্তি ছড়ায়। উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহার কনভয়ে (Convoy) হামলার...

পাইলটের পথে হল দেরি! তিন ঘন্টা পর উড়ল ইন্ডিগোর বিমান, প্রশ্নের মুখে পরিষেবা

ফের প্রশ্নের মুখে ইন্ডিগোর(IndiGo) পরিষেবা! পাইলট দেরিতে আসায় নির্ধারিত সময়ের তিন ঘন্টা পর গন্তব্যের উদ্দেশে রওনা দিল ইন্ডিগোর...

দাহ্য পদার্থ মজুত গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, যুদ্ধকালীন পরিস্থিতিতে নিয়ন্ত্রণের চেষ্টা দমকলের

লালবাজারের কাছে আরএন মুখার্জি রোডে গাড়ির যন্ত্রাংশের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড(Fire)। সকাল ১০.৩০ মিনিট আগুন লাগে। রাসায়নিক ও দাহ্য...
Exit mobile version