Thursday, August 21, 2025

কাটা চুলের ব্যবসা থেকে নকল সোনা, দুষ্প্রাপ্য মূর্তি বিক্রি! কুলতলির সাদ্দামের কীর্তি ফাঁস!

Date:

পুলিশের উপর গুলি চালিয়ে গা ঢাকা দিয়েও হয়নি শেষরক্ষা। কুলতলির “ট্যানেল ম্যান” সাদ্দাম সরদারকে (Saddam Sarder) এলাকার এক সিপিএম নেতার ভেড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। এরপরই একের পর এক কুকীর্তি উঠে এসেছে পুলিশি জেরায়। সাদ্দামের শুধু নকল সোনার কারবার নয়, বাংলাদেশ থেকে দুষ্প্রাপ্য মূর্তি এনেও বিক্রির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গোপন সূত্রে খবর পেয়ে সিপিএম নেতা মান্নান খানের ভেড়ি থেকে সাদ্দামকে (Saddam Sarder) গ্রেফতার করে পুলিশ। তাঁকে আদালতে তোলা হচ্ছে। আজ, বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হচ্ছে। তার আগেই সাদ্দামের কুকীর্তি ফাঁস করলেন বারুইপুরের পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি।

এদিন রীতিমতো সাংবাদিক সম্মেলন করে পলাশচন্দ্র ঢালি জানান, কাটা চুলের ব্যবসা করতেন সাদ্দাম। সেই চুল বিক্রির জন্য ১২ লক্ষ টাকা তাঁকে দিয়েছিলেন নদিয়ার এক ব্যবসায়ী। কিন্তু সেই চুল সরবরাহ করেনি সে। যা নিয়ে আগেই অভিযোগ দায়ের হয়েছিল কুলতলি থানায়। সেই সূত্র ধরে গত ১৫ দিন যাবৎ সাদ্দামকে খুঁজছিল পুলিশ। খোঁজ পেয়ে ১৫ জুলাই পুলিশ অভিযান চালায়। সাদ্দামকে ধরতে গেলে এলাকার বহু মহিলা-পুরুষ বেরিয়ে এসে তাদের ঘিরে ধরে। সইরুল নামে এক যুবক বন্দুক উঁচিয়ে দেসাদ্দামকে টেনে নিয়ে চলে যায়।

সিপিএম নেতার ভেড়ি থেকে গ্রেফতারের পর এদিন আদালতে পেশ করে সাদ্দামের ১৪ দিনের হেফাজতে চাইছে পুলিশ। বারুইপুরের পুলিশ সুপার আরও জানিয়েছেন, নকল সোনার মূর্তির বিক্রির পাশাপাশি কাটা চুল বিক্রির ব্যবসাও ফেঁদেছিলেন সাদ্দাম। একইসঙ্গে বাংলাদেশ থেকে দুষ্প্রাপ্য মূর্তি এনেও বিক্রি করতো সে।

আরও পড়ুন: পড়ুয়াদের সামাজিক বিকাশে নজর, পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে নয়া দিগন্ত 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version