মালদার মানিকচকে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ। পুলিশকর্মীদের আটকে রেখে মারধরের অভিযোগ। আক্রান্ত আইসি-সহ কয়েকজন পুলিশকর্মী। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় জখম হয়েছেন দু- জন।মালদার এসপি-র কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নবান্ন।
জানা গিয়েছে, এলাকায় বিদ্যুৎ বিভ্রাট ঘিরে মানিকচকের ১০টি জায়গায় চলছিল পথ অবরোধ। অভিযোগ, পুলিশকে ঘরবন্দি করে মারধর করেন বিক্ষোভকারীরা। আক্রান্ত হয়েছেন আইসি-সহ বেশ কয়েক জন পুলিশ কর্মী। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত এলাকা।
স্থানীয়রা জানিয়েছেন,মালদহের মানিকচকে বেশ কয়েকটি এলাকায় গত কয়েক দিন ধরে বিদ্যুৎ বিভ্রাট চলছে । সেই অভিযোগেই বৃহস্পতিবার মালদহের মানিকচকে ১০টি জায়গায় অবরোধ করেন স্থানীয়েরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে অবরোধকারীদের সঙ্গে বচসা বেধে যায়। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকেন অবরোধীকারীদের একাংশ। তখনই পাল্টা গুলি ছোড়ে পুলিশ। তাতে দু’জন আহত হয়েছেন বলে অভিযোগ।