Sunday, February 1, 2026

১৪ বছরে বাড়েনি কোর্স ফি, আয়-ব্যয় সমতা নিয়ে বৈঠক প্রেসিডেন্সিতে

Date:

Share post:

ছাত্র স্বার্থ মাথায় রেখে এবার আয় ব্যয় সংক্রান্ত হিসেব নিয়ে বিশেষ বৈঠকে বসলো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় (Presidency University)। দীর্ঘ ১৪ বছরেও বাড়েনি কোর্স ফি(Course Fees)। তাই বৃহস্পতিবার, বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ডিন অফ স্টুডেন্টস-এর (Dean of Students) নেতৃত্বে ইনকাম ও এক্সপেনডিচার রিভিউ কমিটির বৈঠক(Income and Expenditure Review Committee meeting) হল। উপস্থিত ছিল ছাত্র প্রতিনিধি দল। এই মুহূর্তে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বি.এ কোর্সে ভর্তি হতে ১ হাজার ১০০ টাকা, বি.এসসিতে ভর্তি হতে ১ হাজার ২২৫ টাকা, এম.এ- তে ১ হাজার ২৬০ টাকা এবং MSc কোর্সে ১ হাজার ৩৩৫ টাকা লাগে। যখন অনেক বেশি টাকা দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের ভর্তি হতে হচ্ছে সেখানে এক যুগেরও বেশি সময় ধরে এই ফি স্ট্রাকচারে বিশ্ববিদ্যালয়ের সমতার রক্ষা হচ্ছে কিনা এবার তা নিয়েই আলোচনায় কর্তৃপক্ষ।

এদিন প্রেসিডেন্সির ডিন অরুণকুমার মাইতি বলেন, কলেজের খরচের একটি বড় অংশ আসে সরকারের থেকে। বাকি অংশটুকু প্রতিষ্ঠানের আয়ের উৎস রয়েছে সেখান থেকে তুলতে হয়। সেক্ষেত্রে ছাত্রদের ভর্তি, অ্যালোমনি অ্যাসোসিয়েশন অনুদান থেকে এই অর্থ আসে। এটাই কতটা বাড়ানো যেতে পারে তাই নিয়ে আলোচনা হয়েছে। আসলে চারপাশে যখন সবকিছুর দাম বাড়ছে সেই বাজারে দাঁড়িয়ে কোর্স ফি বৃদ্ধি করা হলেও দুস্থ পড়ুয়াদের কথা মাথায় রাখতে হবে বলে জানিয়েছেন ডিন। যদিও এই নিয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আয়ের থেকে ব্যয়ের পরিমাণ যাতে মাত্রারিক্ত না হয়ে যায়, তা ঠিক করতেই বৃহস্পতিবারের বৈঠক। সরকারি সাহায্য এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যে আয় রয়েছে তার মধ্যে কতটা সমতা রক্ষা করা সম্ভব হচ্ছে এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে আগামী বৃহস্পতিবার বলেই প্রেসিডেন্সি সূত্রে খবর।


spot_img

Related articles

শুক্রের পরে শনিতে: রাজ্য পুলিশে ফের সংশোধন ও রদবদল

শুক্রবার রাজ্য পুলিশের ডিজি পদে এসেছেন পীযূষ পাণ্ডে। এরকমই রাজ্যের পুলিশের (West Bengal police) শীর্ষ পদে ব্যাপক রদবদল...

সোমে মাধ্যমিক, এখনও নেই অ্যাডমিট! ৮৬টি স্কুলকে চরম হুঁশিয়ারি পর্ষদের

হাতে সময় মাত্র কয়েক ঘণ্টা। সোমবার থেকেই শুরু হতে চলেছে জীবনের প্রথম বড় পরীক্ষা ‘মাধ্যমিক’। অথচ দুশ্চিন্তার পাহাড়...

নারী সুরক্ষায় বড় পদক্ষেপ: মহিলাদের সুবিধার্থে বিশেষ পার্কিং জোন চালু করল অ্যাক্রোপলিস মল

কলকাতার অন্যতম জনপ্রিয় শপিং ডেস্টিনেশন ‘অ্যাক্রোপলিস মল’ মহিলা ক্রেতা ও চালকদের সুবিধার্থে একগুচ্ছ অভিনব পদক্ষেপ গ্রহণ করল। মহিলাদের...

সেঞ্চুরির পর কিপিংয়ের মহড়াও সারলেন ঈশান, বিশ্বকাপের প্রথম একাদশ বেছে নিলেন গম্ভীর?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি২০ ম্যাচে ৪৬ রানে জিতল ভারত(India)। সিরিজের ফল ৪-১ । টি২০ বিশ্বকাপ শুরুর সাত দিন...