Tuesday, November 4, 2025

সন্দেশখালি নিয়ে লম্ফঝম্ফ, পর্যালোচনা বৈঠকে দেখা নেই মোদির ‘বাহাদুর বেটি’ রেখা পাত্রর

Date:

লোকসভা ভোটে ভরাডুবির পর গতকাল, বুধবার সায়েন্স সিটিতে বিপর্যয়ের পর্যালোচনা বৈঠকে বসেছিল বঙ্গ বিজেপি নেতৃত্ব। ছিলেন বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃত্বও। কিন্তু সেই দেখা গেল না বিজেপির ‘দুর্গা’ সন্দেশখালির রেখা পাত্রকে (Rekha Patra)। জয়ী কিংবা পরাজিত, অন্যান্য লোকসভা আসনের প্রার্থীরা উপস্থিত থাকলেও কেন ছিলেন না মোদির ‘বাহাদুর বেটি’ রেখা, তা নিয়ে জোর শুরু হয়েছে চর্চা হয়েছে বঙ্গ বিজেপির অন্দরে। কটাক্ষ করতে ছাড়েনি তৃণমুলও।

লোকসভা ভোটের আগে সন্দেশখালি কাণ্ডে কত লম্ফঝম্ফ! কত আন্দোলন, আর সেই আন্দোলনের “মুখ” রেখা পাত্র কিনা বেপাত্তা! রেখা পাত্রকে (Rekha Patra) বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভোটপ্রচারে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হন। নিজে তিনি রেখা পাত্রকে ফোন করে কথা বলেন। জনসভায় রেখাকে ‘বাহাদুর বেটি’ বলেও সম্বোধন করেন প্রধানমন্ত্রী। কিন্তু গণনার পরই বসিরহাটের ভাড়া বাড়ি ছেড়ে সল্টলেকে আশ্রয় নিয়েছেন রেখা। কর্মীদের খোঁজ পর্যন্ত নেননি।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, গতকাল বুধবার সায়েন্স সিটি অডিটোরিয়ামের বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল পদাধিকারীদের পাশাপাশি প্রার্থীদের। কিন্তু বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে সেখানে দেখা যায়নি। ভোটের আগে বিভিন্ন জায়গায় রেখাকে ‘তারকা প্রচারক’ হিসেবে হাজির করা হলেও নির্বাচন শেষ হতে না হতেই নেতৃত্বের সেই ভাবনা উধাও। এদিন কলকাতার এই সভায় তাঁর গরহাজিরা নিয়ে প্রশ্ন উঠেছে দলের অন্দরেই। এ নিয়ে বসিরহাটের বিজেপি প্রার্থীর ফোনও বন্ধ ছিল দিনভর।

আরও পড়ুন: সিপিএম নেতার ভেড়িতে গা ঢাকা, অবশেষে পুলিশের জালে কুলতলিকাণ্ডে মূল অভিযুক্ত সাদ্দাম

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version