সাতসকালে সল্টলেকের রাস্তায় ধস! জলাশয়ে পড়ল একাধিক গাড়ি, পুলিশের চেষ্টায় নিয়ন্ত্রণে 

সাতসকালে আচমকাই শহরের রাস্তায় ধস নেমে বিপত্তি! ঘটনার জেরে সোজা পুকুরে পড়ল একটি গাড়ি‌। সল্টলেক (Saltlake) দত্তাবাদের (Duttabad) জোড়া পুকুরের কাছে বৃহস্পতিবার সকালে এমন ঘটনায় রীতিমতো অশান্তি ছড়িয়েছে। যদিও দুর্ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। পরে ঘটনাস্থলে ক্রেন নিয়ে এসে ক্যাবটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে খবর। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির কারণেই এমন দুর্ঘটনা।

স্থানীয় সূত্রে খবর, বেঙ্গল কেমিক্যাল মোড় থেকে লাবনী আইল্যান্ড যাওয়ার রাস্তার পাশেই রয়েছে দুটি পুকুর। সেই পুকুর পাড়ে স্থানীয়রা গাড়ি পার্ক করে রাখেন বলে খবর। বৃহস্পতিবার সকালে দেখা যায় আচমকা সেই পুকুর পাড়ে ধস নেমেছে৷ যার জেরেই পার্কিং করা একটি প্রাইভেট গাড়ি পুকুরে অর্ধেক গড়িয়ে যায়৷ যদিও এরপরই তড়িঘড়ি দড়ি দিয়ে বেঁধে কোনওরকমে পরিস্থিতি সামাল দেওয়া হয়। শুধু প্রাইভেট গাড়ি নয় সূত্রের খবর এদিন আরও কয়েকটি ভ্যান ও পড়ে গিয়েছিল পুকুরে। এরপর স্থানীয়রা ভ্যান তুলতে সক্ষম হলেও পরে ক্রেন দিয়ে প্রাইভেট গাড়ি তোলে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

বৃহস্পতিবার দুর্ঘটনার হাত থেকে বরাতজোরে রক্ষা পেলেও দ্রুত পুকুরের পাড় সহ গাড়ি চলাচলে নিয়ন্ত্রণ না হলে ভবিষ্যতে আরও বড় বিপদ ঘটার আশঙ্কা স্থানীয়দের।