সাতসকালে আচমকাই শহরের রাস্তায় ধস নেমে বিপত্তি! ঘটনার জেরে সোজা পুকুরে পড়ল একটি গাড়ি। সল্টলেক (Saltlake) দত্তাবাদের (Duttabad) জোড়া পুকুরের কাছে বৃহস্পতিবার সকালে এমন ঘটনায় রীতিমতো অশান্তি ছড়িয়েছে। যদিও দুর্ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। পরে ঘটনাস্থলে ক্রেন নিয়ে এসে ক্যাবটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে খবর। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির কারণেই এমন দুর্ঘটনা।
বৃহস্পতিবার দুর্ঘটনার হাত থেকে বরাতজোরে রক্ষা পেলেও দ্রুত পুকুরের পাড় সহ গাড়ি চলাচলে নিয়ন্ত্রণ না হলে ভবিষ্যতে আরও বড় বিপদ ঘটার আশঙ্কা স্থানীয়দের।