ব.র্ণবিদ্বেষীর অভিযোগ, দলকে সতর্ক করেছিলেন মেসি, বললেন তারই দলের ফুটবলার

এই এরই প্রশ্ন ওঠে এই উচ্ছ্বাসে জড়িত কিনা লিওনেল মেসি? আর এই নিয়ে মুখ খোলেন দলের আরেক সতীর্থ রদ্রিগো দি পল ।

সদ্য কোপা আমেরিকা কাপ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্তিনা। তবে চ্যাম্পিয়ন হয়ে বিপাকে নীল-সাদার দল। কোপা চ্যাম্পিয়ন হয়ে উচ্ছ্বাসে ভাসেন আর্জেন্তাইন ফুটবলাররা। আর সেই উচ্ছ্বাসে দেখা যায় বিতর্ক। ওঠে বর্ণবিদ্বেষীর অভিযোগ। এই এরই প্রশ্ন ওঠে এই উচ্ছ্বাসে জড়িত কিনা লিওনেল মেসি? আর এই নিয়ে মুখ খোলেন দলের আরেক সতীর্থ রদ্রিগো দি পল । তিনি জানান, মেসি এরকম করতে বারণ করেছিলেন। বর্ণবিদ্বেষমূলক মন্তব্য যেন কেউ না করেন, সবাইকে সতর্ক করে দিয়েছিলেন মেসি।

কোপা কাপ জয়ের আর্জেন্তিনার ফুটবলার এনজো ফার্নান্দেজ একটি ভিডিও পোস্ট করেন, যেই ভিডিও ঘিরে দানা বাঁধে বিতর্ক। যদিও সেই ভিডিওতে সামিল হননি মেসি। এই নিয়ে দি পল বলেন, “ কোপা জয়ের পরে মেসি সতীর্থদের শান্ত থাকতে বলেছিলেন। বর্ণবিদ্বেষমূলক মন্তব্য যেন কেউ না করেন, সেই মর্মেও সবাইকে সতর্ক করে দিয়েছিলেন। কিন্তু মেসির কথা শোনেননি তাঁর সতীর্থরা।মেসি বলেছিল চ্যাম্পিয়ন দলকে কোনও না কোনও বিতর্কের মুখে পড়তে হয়। তাঁর সবটাই জানা। সেই কারণেই মেসি নিষেধ করেছিল কটাক্ষ না করতে।“

আরও পড়ুন- মোহনবাগানের অনুশীলনে অনুপস্থিত আনোয়ার, পরতে পারেন জরিমানার মুখে : সূত্র


Previous articleএবার চার বিধায়কের শপথ নিয়েও জটিলতা! রাজভবনের চিঠি বিধানসভাকে, পাঠানো হয়েছে উত্তরও
Next articleনেতা হিসাবে হার্দিক নন, দলের ক্রিকেটারদের আস্থা সূর্যের ওপরই