Saturday, January 10, 2026

‘বেরোবেন না’, বাংলাদেশে থাকা ভারতীয়দের নির্দেশ মন্ত্রকের, ঢাকায় বন্ধ ট্রেন

Date:

Share post:

প্রতিবেশী দেশে হিংসার পরিস্থিতিতে বাংলাদেশের থাকা ভারতীয় পড়ুয়া ও নাগরিকদের জন্য নির্দেশিকা জারি করল ভারতীয় বিদেশ মন্ত্রক। ইতিমধ্যেই ঢাকায় সব ট্রেন চলাচল বাতিলের নির্দেশ দিয়েছে সেই দেশের প্রশাসন। এপর্যন্ত ৩৯ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে যার মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন। সেই সঙ্গে বাংলাদেশের আটকে পড়া ভারতীয়দের পরিবারকে বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করার নির্দেশও দেওয়া হয়েছে মন্ত্রকের তরফে।

ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন সাড়ে আট হাজার পড়ুয়া। সেই সঙ্গে রয়েছেন ১৫ হাজার ভারতীয়। তাঁদেরকে এক শহর থেকে অন্যত্র যাতায়াত বা প্রয়োজন ছাড়া বাইরে বেরোনোর উপর নিষেধাজ্ঞা জারি করে নির্দেশিকা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার থেকেই ঢাকা সংযোগকারী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। একধাপ এগিয়ে শুক্রবার থেকে নির্দেশ জারি হয়েছে ঢাকার সঙ্গে দেশের অন্যত্র কোনও রেল সংযোগ থাকবে না। সেই মতো দেশের সব রেল যেহেতু ঢাকার সঙ্গেই সংযুক্ত, ফলে গোটা দেশেই ট্রেন চলাচল প্রায় বাতিল হয়ে গিয়েছে। রামপুরা ও বাড্ডা এলাকায় শুক্রবারও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতির উপর নজরদারি চালাতে হেলিকপ্টারে টহল দেয় বাংলাদেশ পুলিশ। ইতিমধ্যেই সারাদেশে ৩০০ প্ল্যাটুন সেনা মোতায়েন হয়েছে। তার মধ্যে শুধু ঢাকা শহরে মোতায়েন হয়েছে ৭৫ প্ল্যাটুন সেনা। বাংলাদেশের নিয়ম অনুযায়ী এক প্ল্যাটুনে ৩০ জন করে সেনা থাকে।

অশান্ত বাংলাদেশ থেকে ইতিমধ্যেই ৭০ জন ভারতীয় পড়ুয়া দেশে ফিরে এসেছেন। বাংলাদেশে থাকা ভারতীয় দূতাবাসের তরফে প্রতিনিয়ত পরিস্থিতির খবর জানানো হবে বলেও দাবি করেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সেই সঙ্গে বিদেশমন্ত্রীও পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছেন বলে জানান তিনি।

spot_img

Related articles

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...