Sunday, November 9, 2025

‘বেরোবেন না’, বাংলাদেশে থাকা ভারতীয়দের নির্দেশ মন্ত্রকের, ঢাকায় বন্ধ ট্রেন

Date:

Share post:

প্রতিবেশী দেশে হিংসার পরিস্থিতিতে বাংলাদেশের থাকা ভারতীয় পড়ুয়া ও নাগরিকদের জন্য নির্দেশিকা জারি করল ভারতীয় বিদেশ মন্ত্রক। ইতিমধ্যেই ঢাকায় সব ট্রেন চলাচল বাতিলের নির্দেশ দিয়েছে সেই দেশের প্রশাসন। এপর্যন্ত ৩৯ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে যার মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন। সেই সঙ্গে বাংলাদেশের আটকে পড়া ভারতীয়দের পরিবারকে বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করার নির্দেশও দেওয়া হয়েছে মন্ত্রকের তরফে।

ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন সাড়ে আট হাজার পড়ুয়া। সেই সঙ্গে রয়েছেন ১৫ হাজার ভারতীয়। তাঁদেরকে এক শহর থেকে অন্যত্র যাতায়াত বা প্রয়োজন ছাড়া বাইরে বেরোনোর উপর নিষেধাজ্ঞা জারি করে নির্দেশিকা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার থেকেই ঢাকা সংযোগকারী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। একধাপ এগিয়ে শুক্রবার থেকে নির্দেশ জারি হয়েছে ঢাকার সঙ্গে দেশের অন্যত্র কোনও রেল সংযোগ থাকবে না। সেই মতো দেশের সব রেল যেহেতু ঢাকার সঙ্গেই সংযুক্ত, ফলে গোটা দেশেই ট্রেন চলাচল প্রায় বাতিল হয়ে গিয়েছে। রামপুরা ও বাড্ডা এলাকায় শুক্রবারও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতির উপর নজরদারি চালাতে হেলিকপ্টারে টহল দেয় বাংলাদেশ পুলিশ। ইতিমধ্যেই সারাদেশে ৩০০ প্ল্যাটুন সেনা মোতায়েন হয়েছে। তার মধ্যে শুধু ঢাকা শহরে মোতায়েন হয়েছে ৭৫ প্ল্যাটুন সেনা। বাংলাদেশের নিয়ম অনুযায়ী এক প্ল্যাটুনে ৩০ জন করে সেনা থাকে।

অশান্ত বাংলাদেশ থেকে ইতিমধ্যেই ৭০ জন ভারতীয় পড়ুয়া দেশে ফিরে এসেছেন। বাংলাদেশে থাকা ভারতীয় দূতাবাসের তরফে প্রতিনিয়ত পরিস্থিতির খবর জানানো হবে বলেও দাবি করেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সেই সঙ্গে বিদেশমন্ত্রীও পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছেন বলে জানান তিনি।

spot_img

Related articles

কাশ্মীরে সরকারি হাসপাতালে জঙ্গি যোগ! চিকিৎসকের লকার থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

মুখে যতই বড় বড় কথা বলুন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী, ভূস্বর্গে যে জঙ্গিদের কার্যকলাপ বেড়েই চলেছে তার আরও এক...

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...