Friday, May 23, 2025

‘বেরোবেন না’, বাংলাদেশে থাকা ভারতীয়দের নির্দেশ মন্ত্রকের, ঢাকায় বন্ধ ট্রেন

Date:

Share post:

প্রতিবেশী দেশে হিংসার পরিস্থিতিতে বাংলাদেশের থাকা ভারতীয় পড়ুয়া ও নাগরিকদের জন্য নির্দেশিকা জারি করল ভারতীয় বিদেশ মন্ত্রক। ইতিমধ্যেই ঢাকায় সব ট্রেন চলাচল বাতিলের নির্দেশ দিয়েছে সেই দেশের প্রশাসন। এপর্যন্ত ৩৯ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে যার মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন। সেই সঙ্গে বাংলাদেশের আটকে পড়া ভারতীয়দের পরিবারকে বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করার নির্দেশও দেওয়া হয়েছে মন্ত্রকের তরফে।

ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন সাড়ে আট হাজার পড়ুয়া। সেই সঙ্গে রয়েছেন ১৫ হাজার ভারতীয়। তাঁদেরকে এক শহর থেকে অন্যত্র যাতায়াত বা প্রয়োজন ছাড়া বাইরে বেরোনোর উপর নিষেধাজ্ঞা জারি করে নির্দেশিকা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার থেকেই ঢাকা সংযোগকারী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। একধাপ এগিয়ে শুক্রবার থেকে নির্দেশ জারি হয়েছে ঢাকার সঙ্গে দেশের অন্যত্র কোনও রেল সংযোগ থাকবে না। সেই মতো দেশের সব রেল যেহেতু ঢাকার সঙ্গেই সংযুক্ত, ফলে গোটা দেশেই ট্রেন চলাচল প্রায় বাতিল হয়ে গিয়েছে। রামপুরা ও বাড্ডা এলাকায় শুক্রবারও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতির উপর নজরদারি চালাতে হেলিকপ্টারে টহল দেয় বাংলাদেশ পুলিশ। ইতিমধ্যেই সারাদেশে ৩০০ প্ল্যাটুন সেনা মোতায়েন হয়েছে। তার মধ্যে শুধু ঢাকা শহরে মোতায়েন হয়েছে ৭৫ প্ল্যাটুন সেনা। বাংলাদেশের নিয়ম অনুযায়ী এক প্ল্যাটুনে ৩০ জন করে সেনা থাকে।

অশান্ত বাংলাদেশ থেকে ইতিমধ্যেই ৭০ জন ভারতীয় পড়ুয়া দেশে ফিরে এসেছেন। বাংলাদেশে থাকা ভারতীয় দূতাবাসের তরফে প্রতিনিয়ত পরিস্থিতির খবর জানানো হবে বলেও দাবি করেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সেই সঙ্গে বিদেশমন্ত্রীও পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছেন বলে জানান তিনি।

spot_img

Related articles

ইংল্যান্ড সফরের আগে বোর্ডকে নিজের সিদ্ধান্ত জানালেন জসপ্রীত বুমরাহ

ইংল্যান্ড সিরিজের দল ঘোষণার আগেই জসপ্রীত বুমরাকে(Jasprit Bumrah) নিয়ে দুঃসংবাদ ভারতীয় শিবিরে। ইংল্যান্ডের(England) বিরুদ্ধে সবকটি ম্যাচে খেলতে পারবেন...

মস্কোর আকাশে ইউক্রেনের ড্রোন হামলা! বিপাকে ভারতের প্রতিনিধি দল

নিজের দেশের উপর জঙ্গি কার্যকলাপ থামাতে গিয়ে অন্য দেশের নিরন্তর অশান্তির মুখে ভারতের সর্বদলীয় প্রতিনিধি দল। যুদ্ধবিধ্বস্ত রাশিয়ায়...

সংরক্ষণ নিয়ে কলকাতা হাই কোর্টের রায়ে কলেজে ভর্তিতে আশার আলো

এখনও সুপ্রিম কোর্টে (Supreme Court) বিচারাধীন ওবিসি মামলা। ফলে বাংলার কলেজগুলিতে ভর্তির বিষয়টিও ঝুলে রয়েছে। এরমধ্যে এই মামলায়...

শুক্র- শনিতে বন্ধ আন্দামানের আকাশপথ, নয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষার পথে ভারত! 

নোটিস টু এয়ারমেন (NOTAM) জারি করে শুক্র ও শনিবার (২৩ - ২৪মে) আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ চত্বরে বিমান চলাচল বন্ধ...