নিরাপত্তা খতিয়ে দেখতে একুশে জুলাইয়ের মঞ্চ পরিদর্শনে কলকাতার নগরপাল

রাজ্যের শাসক দল তৃণমূলের কংগ্রেসের বার্ষিক সমাবেশ একুশে জুলাইকে কেন্দ্র করে সাজ সাজ রব। আগামী রবিবার ২১ জুলাইয়ের আগে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে তৈরি হচ্ছে পেল্লাই মঞ্চ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক থেকে শুরু করে একাধিক ভিভিআইপি নেতা-নেত্রীরা হাজির থাকবেন একুশের সমাবেশে। এবার রেকর্ড জমায়েত হবে ধরে নিয়েই এগোচ্ছে তৃণমূল নেতৃত্ব। খুব স্বাভাবিক ভাবে নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পুলিশ প্রশাসনের কাছে। সেইমতো পুলিশ-প্রশাসনও প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। আজ, শুক্রবার ভিক্টোরিয়া হাউজ়ের কাছে একুশে জুলাইয়ের মঞ্চ পরিদর্শনে এসেছিলেন কলকাতার পুলিশ কমিশনার (Commissioner of Kolkata Police) বিনীত গোয়েল-সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা।

শুধু মঞ্চই নয়, আশপাশের চত্বরও ঘুরে দেখেন পুলিশ কর্তারা। মূলত ভিআইপিদের বসার জায়গা, সাধারণ কর্মী-সমর্থকদের ভিড় কোথায় থাকবে সেই সব বিষয়গুলি খতিয়ে দেখেন কলকাতার নগরপাল। এদিন মঞ্চ পরিদর্শনের পর বিনীত গোয়েল জানান, প্রতি বছরের মত এবারও তিনটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। নিরাপত্তা, যান-চলাচল ও আইন-শৃঙ্খলা। এবার
২১ জুলাই রবিবার পড়েছে। ছুটির দিন হওয়ায় শহরের রাস্তায় অন্যান্য দিনের তুলনায় গাড়ির চাপ অনেকটাই কম থাকবে। সমাবেশের জন্য অবশ্য শয়ে শয়ে গাড়ি জেলা থেকে কর্মী সমর্থকদের নিয়ে শহরমুখী হবে। তাই অন্যান্য যান-চলাচল এবং শহরের সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয়, সেই বিষয়টির দিকেও নজর রাখছে কলকাতা পুলিশ।

পুলিশ কমিশনারের ((Commissioner of Kolkata Police) কথায়, “ভিড় সামাল দেওয়ার জন্য পুলিশ-প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। এই বছর যাবতীয় পরিস্থিতি নজরে রাখতে কলকাতা পুলিশের বিশাল বাহিনীর ব্যবস্থা রয়েছে। যে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি হলে আমরা মোকাবিলার জন্য প্রস্তুত।” এদিকে রবিবার দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রেও প্রস্তুতি সেরে নিয়েছে পুলিশ।

আরও পড়ুন: শর্তসাপেক্ষে বিজেপিকে মিছিলের অনুমতি হাই কোর্টের