হোয়াটস অ্যাপেই বিদেশি ভাষায় চ্যাট! আসছে বড় আপডেট

যত দিন যাচ্ছে ততই হোয়াটস অ্যাপ (What’s App) ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। তাই META তার এই জনপ্রিয় অ্যাপের নয়া ফিচার নিয়ে একের পর এক পরীক্ষা করে চলেছে। এবার নতুন ধামাকা অ্যাপের ‘অনুবাদ ফিচার’। এতদিন পর্যন্ত What’s App-এ বিদেশি ভাষায় কথোপকথনে গুগলের সাহায্য নিতে হতো। এবার সেই বৈশিষ্ট্য এই মেসেজিং অ্যাপেই মিলবে। সূত্রের খবর WABetaInfo ওয়েবসাইটে অনুবাদ বৈশিষ্ট্য নিয়ে কাজ চলছে। স্বয়ংক্রিয় অনুবাদের ফিচার কেউ ব্যবহার করতে চান কিনা সেই সিদ্ধান্ত ইউজাররা নিজেরাই নিতে পারবেন। এর সাহায্যে যেকোনও অজানা বিদেশি ভাষার ব্যবহারকারীদের সঙ্গে চ্যাট করার সমস্যা মিটবে বলেই মনে করা হচ্ছে।

মেটার সূত্রে খবর, ব্যবহারকারীদের আরও উন্নত মানের অভিজ্ঞতা প্রদান করতে এই বৈশিষ্ট্যটি যুক্ত করার চেষ্টা চলছে। যদিও এই সংক্রান্ত কোনও বিস্তারিত আপডেট এখনও মেলেনি। বর্তমানে অ্যাপ ব্যবহারকারীরা যখন একটি অন্য ভাষার মেসেজ পান তখন তা বুঝতে অসুবিধা হয়। সেক্ষেত্রে এটি অনুবাদ করার জন্য, আপনি প্রথমে এটি সিলেবিফাই করেন এবং তারপরে অনুবাদ করেন। কিন্তু নতুন ফিচারে এইসব ঝামেলা থাকছে না। আপনি স্বয়ংক্রিয় অনুবাদ বৈশিষ্ট্য (Automatic Translation feachers) বেছে নিতে পারেন, যা নিজে থেকেই সমস্ত আগত বার্তা অনুবাদ করে। প্রয়োজনে অ্যাপের ভাষা প্যাক ডাউনলোড করে নেবেন। এই ফিচারে চ্যাট বাবলের ভিতরে অনুবাদ বার্তা দেখা যাবে। এখনো পর্যন্ত যা খবর তাতে নতুন ফিচারে হিন্দি, ইংরেজি, আরবি, পর্তুগিজ (ব্রাজিল), রাশিয়ান ভাষার নাম রয়েছে। ভবিষ্যতের আপডেটে আরও ভাষা অন্তর্ভুক্ত করা হবে। যদিও কবে থেকে এই সুবিধা মিলবে তা এখনও স্পষ্ট নয়।


Previous articleচার বছরের চুক্তিতে লাল-হলুদে জিকসন সিং
Next articleপ্রেসিডেন্ট নির্বাচন থেকে নাম প্রত্যাহারের কথা ভাবছেন বাইডেন!