Tuesday, August 26, 2025

কেন্দ্রের ‘চক্রান্ত’, তৃণমূলের কর্মসূচির দিন বাতিল লোকাল ট্রেন! সরব কুণাল

Date:

২১ জুলাই (রবিবার) তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসে একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা পূর্ব রেলের (ER)। আগামী রবিবার তৃণমূলের কংগ্রেসের (TMC) কর্মসূচির দিন শিয়ালদহ ডিভিশনে প্রায় সব লোকাল ট্রেন বাতিল (Local Train Cancel in Sealdah Division)!পূর্ব রেল সূত্রে খবর শুধু ২১ তারিখই নয় আগামী ২০ তারিখেও একগুচ্ছ ট্রেন বাতিল করা হচ্ছে। পাশাপাশি বহু দূরপাল্লার ট্রেন ঘুরপথে চালানো হবে। রেলের তরফে রক্ষণাবেক্ষণের তত্ত্ব তুলে ধরলেও বেছে বেছে রাজ্যের শাসকদলের গুরুত্বপূর্ণ কর্মসূচির দিন কেন্দ্রের বিজেপি নিয়ন্ত্রণাধীন রেলের এহেন সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এই প্রসঙ্গে কুণাল ঘোষ (Kunal Ghosh)এক্স হ্যান্ডেলে লেখেন, ‘তৃণমূলের সমাবেশে বিঘ্ন ঘটাতে পরের পর ট্রেন বাতিলের খবর আসছে। তালিকা দীর্ঘ। এই চক্রান্তের তীব্র নিন্দা করছি। এভাবে তৃণমূলকে থামানো যাবে না।’

শুক্রবার পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামিকাল অর্থাৎ ২০ জুলাই আপ-ডাউন মিলিয়ে এক জোড়া নৈহাটি-ব্যান্ডেল, এক জোড়া শিয়ালদহ-শান্তিপুর, এক জোড়া শিয়ালদহ-রানাঘাট, এক জোড়া কল্যাণী সীমান্ত-নৈহাটি লোকাল বাতিল করা হয়েছে। রবিবার (২১ জুলাই ২০২৪) আপ-ডাউন মিলিয়ে চার জোড়া নৈহাটি-ব্যান্ডেল, দু’জোড়়া শিয়ালদহ-কৃষ্ণনগর, দু’জোড়া শিয়ালদহ-শান্তিপুর, এক জোড়়া শিয়ালদহ-রানাঘাট লোকাল। তা ছাড়াও রবিবার বাতিল থাকছে দু’জোড়া শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল, এক জোড়া রানাঘাট-নৈহাটি লোকাল এবং একটি নৈহাটি-কল্যাণী সীমান্ত লোকাল বাতিল করার কথা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস, যোগবাণী-কলকাতা এক্সপ্রেস, গোরক্ষপুর-কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেস, মালদহ টাউন-শিয়ালদহ গৌড় এক্সপ্রেস, জয়নগর-শিয়ালদহ গঙ্গাসাগর এক্সপ্রেস নৈহাটির পরিবর্তে ডানকুনি হয়ে যাবে। তিস্তা তোর্সা এক্সপ্রেসের সূচি বদল করা হচ্ছে বলে খবর।


Related articles

কাশ্মীরে বন্যা পরিস্থিতি, দুর্যোগে মৃত ৫ তীর্থযাত্রী, স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা

ভয়াবহ বিপর্যয় জম্মু ও কাশ্মীরে। উপত্যকার ডোডা জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত নয় জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।...

আইএসএল শুরু হওয়ার সম্ভাব্য দিন ২৪ অক্টোবর!

সরকারীভাবে ঘোষণা না হলেও আইএসএলের(Indian Super League) সম্ভাব্য দিন নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে আগামী ২৪...

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...
Exit mobile version