Tuesday, November 4, 2025

শনিবার থেকেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি! সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া? বড় আপডেট আলিপুরের 

Date:

শুক্রবার থেকেই হাওয়া বদলের সম্ভাবনা রাজ্যে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের (Rain) সম্ভাবনা রয়েছে। এদিন আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) সাফ জানিয়ে দিয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া, হুগলি এবং কলকাতাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে। তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে বলে খবর। সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনাতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আলিপুরের। তবে এদিন হাওয়া অফিস স্পষ্ট জানিয়েছে, ২১ জুলাই রবিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হতে পারে ভারী বৃষ্টিপাত।

এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বলে খবর।

তবে হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার দিনভর মেঘলা থাকবে আকাশ এবং দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সোমবার ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি এবং বীরভূমে। অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ধীরে ধীরে বৃষ্টিপাত কমার পূর্বাভাস দেওয়া হয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। রবিবার উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে শনিবার থেকে সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গের উপকূলে বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে।


Related articles

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...

এসআইআর মামলায় দ্রুত শুনানির আর্জি ফেরাল হাই কোর্ট 

ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন মঙ্গলবারও খারিজ করল...
Exit mobile version