Tuesday, November 4, 2025

ভোটের টাকা লুঠ করে দলের অন্দরেই রোষের মুখে বঙ্গ বিজেপি নেতা!

Date:

ভোট পরবর্তী পরিস্থিতিতে বিজেপির (BJP) বিতর্কে কিছুতেই ইতি পড়ছে না। নেতাদের ‘আলটপকা’ ও বিতর্কিত মন্তব্য বারে বারে বিড়ম্বনায় ফেলেছে দলকে। এবার এই তালিকায় নয়া সংযোজন আর্থিক দুর্নীতি। উত্তর ২৪ পরগনার বারাসাত সাংগঠনিক জেলার বিজেপির এক মণ্ডল সভাপতির বিরুদ্ধে আর্থিক ‘নয়ছয়’-এর অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে। তাঁর বিরুদ্ধে প্রায় ২ কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ দলের অন্দরেই।

বিজেপির (BJP) একটি ‘অফিসিয়াল’ পেজে অশোকনগর-১ বিজেপির মণ্ডল সভাপতির বিরুদ্ধে আর্থিক নয়ছয়ের অভিযোগ ফাঁস করা হয়েছে। মণ্ডল সভাপতির বিরুদ্ধে দফায় দফায় টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ওই পোস্টে লেখা, ২০২৪ সালের লোকসভা ভোটে অশোকনগর মণ্ডল ১-এর সভাপতি উৎপল কর্মকার ও তাঁর কমিটি বিজেপির সাধারণ কর্মীদের সঙ্গে বেইমানি করেছেন। তিনি মোদির দু’টি জনসভায় গাড়ি করে লোক পাঠিয়েছিলেন। একটি হয়েছিল বারাসতে, অন্যটি অশোকনগরে। তিনি প্রতিটিতেই বড়জোর ৩০টি করে গাড়ি পাঠিয়েছিলেন। কিন্তু জেলা সভাপতিকে তিনি নাকি একেবারে দ্বিগুণ ৬০টি করে গাড়ির হিসেব দেখিয়েছেন।

গাড়ি পিছু তিনি পেয়েছেন সাত হাজার টাকা। অর্থাৎ মোট ৪ লক্ষ ২০ হাজার টাকা। কিন্তু হিসেবে দেখানো হয়েছে ৮ লক্ষ ৪০ হাজার টাকা। গুমায় যে সভা হয়েছিল, তার বিরিয়ানি খরচ, মঞ্চ, হেলিপ্যাড মিলে ২ লক্ষ ২০ হাজার টাকা লেগেছিল। কিন্তু উৎপলবাবু নাকি মোট পেয়েছিলেন ৪ লক্ষ ২১ হাজার টাকা। ৭৪টি বুথের মধ্যে ৪৪টিতে টাকা দেওয়া হয়েছে। টাকা পায়নি ৩০টি বুথ। ৪৪টি বুথের মধ্যে কেউ পেয়েছেন ২০০০, কেউ ৫০০০, আবার কেউ পেয়েছেন ৭০০০ টাকা। বাকি টাকার হিসেব নেই! সবমিলিয়ে প্রায় সাত থেকে আট লক্ষ টাকা নয়ছয় হয়েছে।

এ নিয়ে বিজেপির মণ্ডল সভাপতি উৎপল কর্মকার বলেন, “যে পোস্ট করেছে তাঁকে ফোন করেছি। তাঁর কাছে জানতে চেয়েছি, এই হিসেব তিনি কীভাবে পেলেন? এর কোনও ভিত্তি নেই। অন্যদিকে বারাসত সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তরুণকান্তি ঘোষ বলেন, সমস্ত তথ্য মিথ্যা। কে বা কারা এই পোস্ট করেছে জানি না। এর উত্তর দেওয়া মানে সময় নষ্ট করা।”

আরও পড়ুন: একুশে জুলাইয়ের সমাবেশে এসে দুর্ঘটনার কবলে ৯ তৃণমূল সমর্থক, পাশে দল-প্রশাসন

 

Related articles

পালানোর চেষ্টায় অভিযুক্তদের পায়ে গুলি! কোয়েম্বাটুরে কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

কোয়েম্বাটুর(Coimbatore) বিমানবন্দরের কাছে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ(Gang Rape) করার অভিযোগের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে।  গ্রেফতর প্রক্রিয়া...

অনুষ্ঠানে যাওয়ার পথেই হরিয়ানায় নৃশংসভাবে খুন প্রাক্তন ক্রিকেটার ও কোচ

হরিয়ানার প্রকাশ্য রাস্তায় নৃশংস ভাবে প্রাক্তন ক্রিকেটার ও কোচ(Haryana cricket coach )রামকরণকে (Ramkaran) গুলি করে খুনের অভিযোগ উঠেছে...

হালকা কুয়াশার সঙ্গে নামছে পারদ, দক্ষিণবঙ্গে শীতের আগমনী বার্তা, রইল আবহাওয়ার আপডেট

পুজোর মরশুম শেষের শীতের(Winter)  আগমনী বার্তা বাংলা জুড়ে। নভেম্বরের শুরু থেকেই হালকা শীত পড়তে শুরু করেছে। সকাল  এবং...

ভয়ঙ্কর! হাত-পা ভেঙে বালি-আঠা দিয়ে নাক বন্ধ করে যোগীরাজ্যে নাবালিকা ধর্ষণ-খুন

বিজেপি(BJP) শাসিত ধর্ষকদের কার্যত স্বর্গরাজ্যে পরিণত হয়েছে উত্তরপ্রদেশ(Uttarpradesh)! শিঁকেয় উঠেছে যোগীরাজ্যে নারী সুরক্ষা। উত্তরপ্রদেশের বাহরাইচে দিন দুয়েক আগে...
Exit mobile version